গোপনীয়তা নীতি
T Time Trend এর গোপনীয়তা নীতি পড়তে আপনাকে স্বাগতম। T Time Trend নানা উদ্দেশ্যে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে থাকে। ওয়েবসাইটে ব্যবহারকারী নিবন্ধন, ওয়েবসাইট পরিচালনা এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা হতে পারে। T Time Trend তার ব্যবহারকারীর সরবরাহকৃত ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে অঙ্গীকারবদ্ধ। T Time Trend এর নিম্নোক্ত মাধ্যমগুলো থেকে সেবা গ্রহণের সময় এই গোপনীয়তার নীতি প্রযোজ্য হবে।
- গোপনীয়তা নীতি সম্বলিত T Time Trend এর যেকোন ওয়েবসাইট
- সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েবসাইটে T Time Trend এর কন্টেন্ট
T Time Trend নানা উদ্দেশ্যে ব্যবহারকারী যে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে থাকে তার মধ্যে রয়েছে ব্যবহারকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল আইডি, সামাজিক যোগাযোগ মাধ্যম আইডি ইত্যাদি। এ সকল তথ্য সাধারণত ওয়েবসাইট পরিচালনা এবং ওয়েবসাইটে সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে ব্যবহার করা হয়। T Time Trend যে উদ্দেশ্যে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে থাকে সেই উদ্দেশ্যেই তথ্যসমূহ ব্যবহার করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। তাই ব্যবহারকারীর প্রতি অনুরোধ তথ্য সরবরাহের পূর্বে গোপনীয়তার নীতিমালা সমূহ পড়ে নিন।
তথ্য সংগ্রহঃ T Time Trend ভিজিটরদের কুকিভিত্তিক কোন তথ্য বা ব্যক্তিগত কোন তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে না। তবে T Time Trend ওয়েবসাইট ভিজিটের সময় তৃতীয় কোন পক্ষ ব্যবহারকারীর বা ভিজিটরদের কুকিভিত্তিক তথ্য সংগ্রহ করতে পারে যার নিয়ন্ত্রণ T Time Trend এর নেই। কোন ব্যবহারকারী যদি T Time Trend এর ওয়েবসাইটে নিবন্ধন করে থাকেন, তাহলে সেই ব্যবহারকারীর সরবরাহকৃত তথ্য T Time Trend সংরক্ষণ করে।
তথ্য সংরক্ষণঃ T Time Trend এর ওয়েবসাইটে কেউ নিবন্ধন করলে তার সরবরাহকৃত তথ্য সংরক্ষণ করা হয়। এই তথ্য T Time Trend এর নিজস্ব সংরক্ষণ নীতির আলোকে কিছুদিনের জন্য সংরক্ষণ করতে পারে। সেই সংরক্ষিত তথ্য কোন কারনে মুছে গেলে তার দায় টি টাইম ট্রেন বহন করে না। তাছাড়াও T Time Trend যেকোনো সময়ে সকল তথ্য মুছে ফেলার অধিকার রাখে।
তথ্য প্রকাশঃ ওয়েবসাইট পরিচালনা এবং ব্যবহারকারীদের জন্য সেবার মান বৃদ্ধির প্রয়োজন ছাড়া ব্যবহারকারীর কোন ব্যক্তিগত তথ্যাবলী T Time Trend কারো কাছে আদান-প্রদান করে না। তবে ব্যবহারকারীর পছন্দের বিষয়গুলো বুঝতে, ওয়েবসাইটের সাথে তাদেরকে আরো ভালোভাবে সম্পৃক্ত করতে এবং ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে পরস্পরের মধ্যে তথ্য আদান প্রদান করা হতে পারে। উল্লেখিত কারণ ছাড়া ব্যবহারকারীর তথ্য ব্যবহার করার প্রয়োজন হলে ওয়েবসাইট থেকে ব্যবহারকারীর অনুমতি নেয়া হবে। তবে বাংলাদেশের কোন আইনি বাধ্যবাধকতায় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সরবরাহ বা প্রকাশ করার প্রয়োজন হতে পারে।
তৃতীয় পক্ষের বিজ্ঞাপন ও লিংকঃ T Time Trend এর ওয়েবসাইটে তৃতীয় কোন পক্ষকে পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রদর্শনের অনুমতি দেয়া হতে পারে। এ সকল তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলোর গোপনীয়তার নীতি ভিন্ন হতে পারে। তাই বিজ্ঞাপনের বিষয়বস্তুগুলোতে কোন ভুল, সীমাবদ্ধতা থাকলে তার দায়ভার T Time Trend গ্রহণ করে না। এছাড়াও টি টাইম ট্রেন্ডের ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারী তৃতীয় পক্ষের লিংকগুলোতে প্রবেশের দ্বারা তার ব্যক্তিগত তথ্য ফাঁস হলে তার দায়ভার T Time Trend গ্রহণ করে না।
তথ্য মুছে ফেলাঃ T Time Trend প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য মুছে ফেলার অধিকার রাখে। পাশাপাশি নিবন্ধনকৃত কোন ব্যবহারকারী যে কোন সময় তার ব্যক্তিগত তথ্য মুছে ফেলার জন্য অনুরোধ জানালে T Time Trend সেই ব্যবহারকারীর তথ্য মুছে ফেলতে পারে।
গোপনীয়তার নীতি সংশোধনঃ T Time Trend তার গোপনীয়তার নীতির ধারা যেকোনো সময় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন ও বাদ দেয়ার অধিকার সংরক্ষণ করে। সংশোধিত সেই নীতি তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সংশোধন, পরিবর্তন, পরিমার্জন বা বাদ দেয়ার পর কোন ব্যবহারকারী ওয়েবসাইটে প্রবেশ করলে পরিবর্তিত নীতিসমূহ মেনেই ওয়েবসাইটে প্রবেশ করেছেন বলে ধরে নেয়া হবে। ব্যবহারকারী নীতিসমূহ পড়তে ব্যর্থ হলে T Time Trend কোনোভাবেই দায়ী নয়।
T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url