নীতিমালা

ব্যবহারের শর্তাবলী

T Time Trend এর ভিজিটরদের "ব্যবহারের শর্তাবলী" পড়তে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যম- যেমন ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম, এসএমএস ইত্যাদি ব্যবহার করে ভিজিটররা আমাদের কনটেন্ট পড়তে আসতে পারেন। প্রায় সব ধরনের ডিজিটাল ডিভাইস দিয়ে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব- যেমন কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, ট্যাব, পিডিএ ইত্যাদি। আমাদের ওয়েবসাইটে ভিজিটররা আমাদের কনটেন্ট বা সেবা গ্রহণের মাধ্যমে বা কোন তথ্য, ছবি দেখা বা পাঠের মাধ্যমে "ব্যবহারের শর্তাবলী" মেনে নিচ্ছেন বলে আমরা ধরে নেব। পাশাপাশি ভিজিটররা T Time Trend এর "গোপনীয়তা নীতি" ও মেনে নিচ্ছেন বলে ধরে নেওয়া হবে। এই বক্তব্যে কারো কোন আপত্তি থাকলে নিম্নোক্ত ইমেইল ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

tarek.desk@gmail.com

ভিজিটরদের আপত্তি বা বক্তব্য গ্রহণ করা বা না করার এখতিয়ার সম্পূর্ণ T Time Trend সংরক্ষণ করে। এই ওয়েবসাইটে সকল ভিজিটরকে "ব্যবহারের শর্তাবলী" মেনে চলতে হবে। ভিজিটররা এই শর্তাবলী না মানলে বা শর্তাবলী পরিপন্থী কোন কাজ করলে তাদের ওয়েবসাইটে প্রবেশের আধিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। T Time Trend ওয়েবসাইটে প্রবেশ করার অর্থ হলো ভিজিটররা T Time Trend এর সেবা নিচ্ছেন এবং ব্যবহারের সকল শর্তাবলী মেনে নিতে সম্মতি প্রদান করছেন।

মেধাসম্পদের অধিকারঃ T Time Trend এ প্রকাশিত সকল কনটেন্ট এর স্বত্বাধিকারী একমাত্র T Time Trend। T Time Trend এর কোন কনটেন্ট, লেখা, ছবি, ডোমেন নাম, লোগো, ট্রেডমার্ক, অডিও, ভিডিও এবং T Time Trend এর সঙ্গে সম্পর্কিত মেধা সম্পদ ও ব্র্যান্ডের অন্যান্য বৈশিষ্ট্যসমুহ T Time Trend ব্যতীত অন্য কেউ বাণিজ্যিক বা অবাণিজ্যিক কোন উদ্দেশ্যেই ব্যবহার অথবা এর অধিকার দাবি করতে পারবেন না। এই ওয়েবসাইটে প্রকাশিত কোন কনটেন্ট হুবহু কপি বা নকল করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যবহারকারী সত্ত্ব বা মেধাসম্পদ লংঘন করলে তার বিরুদ্ধে T Time Trend আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

আমাদের সেবা ব্যবহারঃ ভিজিটররা কেবলমাত্র আইনগত বৈধ কাজে কিংবা শুধুমাত্র পাঠের লক্ষ্যে T Time Trend এর ওয়েবসাইটে প্রবেশ করে সেবা নিতে পারবে। ওয়েবসাইটের অডিও ও ভিজুয়াল উপাদান কেবলমাত্র শোনা ও দেখার জন্য। এর বাইরে কোন কিছুর অনুমতি T Time Trend দেয় না। T Time Trend তার কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগাভাগি করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করে থাকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট ভাগাভাগির ক্ষেত্রে অবিকৃতভাবে এবং প্রয়োজনীয় স্বীকৃতি প্রদানপূর্বক পরিবেশন করতে হবে।

সেবা গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান বাণিজ্যিক বা অপাণিজ্যিক যাই হোক না কেন T Time Trend এর কোন সেবা বা তথ্য কেবলমাত্র অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারী বাণিজ্যিক উদ্দেশ্যে T Time Trend এর কোন তথ্য বা সেবা ব্যবহার করলে তার বিরুদ্ধে T Time Trend আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

কনটেন্ট সরিয়ে নেওয়াঃ ওয়েবসাইট থেকে কোন তথ্য বা সেবা প্রয়োজন অনুযায়ী নিজের ক্ষমতা বলে যেকোনো সময় সরিয়ে নেয়ার অধিকার T Time Trend সংরক্ষণ করে।

নিষিদ্ধ ও অননুমোদিত ব্যবহারঃ ব্যবহারকারী T Time Trend কে কোন রাজনৈতিক দল, বর্ণবাদ, সম্প্রদায়িকতা বা কোন লিঙ্গ বৈষম্যবাদী তৎপরতার সাথে যুক্ত করে এর ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারবেনা। অনৈতিক এবং আক্রমণাত্মক কোন ছবি বা লেখা পোস্ট করে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।

ব্যবহারকারী ডিভাইসের সুরক্ষাঃ ওয়েবসাইট ব্যবহারকারী তার ডিভাইসের সুরক্ষা নিজেরা নিশ্চিত করবেন। কোন ভাইরাস এর কারনে ডিভাইসের ক্ষতি হলে তার দায়ভার T Time Trend বহন করে না। তৃতীয় পক্ষের কোন কনটেন্ট এ প্রবেশের কারণে ডিভাইসের কোন ক্ষতি হলে T Time Trend কোনভাবেই দায়ী নয়। 

অন্য ওয়েবসাইটে স্থানান্তরঃ T Time Trend এর ওয়েবসাইট থেকে ব্যবহারকারীরা অন্য কোন ওয়েবসাইটে স্থানান্তরিত হলে তার দায়ভার T Time Trend বহন করে না। এই ওয়েবসাইটে প্রকাশিত কোন হাইপারলিংকের নিরাপত্তা T Time Trend প্রদান করে না। তাই হাইপারলিংকগুলোতে নিজ দায়িত্বে প্রবেশ করুন এবং প্রবেশের সময় সতর্কতা অবলম্বন করুন।

তৃতীয় পক্ষের কনটেন্টঃ কোন কনটেন্ট T Time Trend তৈরি করেনি, তা T Time Trend এর ওয়েবসাইটে প্রকাশিত হলেও তা তৃতীয় পক্ষের কনটেন্ট হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞাপনঃ T Time Trend এর ওয়েবসাইটে পরিবেশিত বিজ্ঞাপনের মালিকানা তৃতীয় পক্ষের। বিজ্ঞাপন দাতা ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ এবং তা অন্যপক্ষের সাথে আদান প্রদান করতে পারে। এর ফলে কোন সমস্যার সৃষ্ট হলে তার জন্য T Time Trend দায়ী নয়। বিজ্ঞাপন T Time Trend এর ওয়েবসাইটে প্রদর্শিত হলেও তার দায় T Time Trend এর নয়।

পরিবর্তনঃ T Time Trend যেকোনো সময় তার প্রকাশিত যে কোন নীতিমালায় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন এবং পরিবর্ধন করার অধিকার রাখে। তবে পরিবর্তনগুলো ওয়েবসাইটে প্রকাশিত হয়। তাই ব্যবহারকারীদের নীতিমালার পরিবর্তনগুলোর দিকে লক্ষ্য রাখার অনুরোধ জানানো হচ্ছে। পরিবর্তনের পর ব্যবহারকারী যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন তিনি পরিবর্তনগুলো মেনে নিয়েই ওয়েবসাইটে প্রবেশ করেছেন বলে ধরে নেয়া হবে।

কুকির ব্যবহারঃ T Time Trend কোন ব্যবহারকারীর কুকি বা ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে না। T Time Trend এর ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে যদি তৃতীয় কোন পক্ষ ব্যবহারকারীর কুকি সংরক্ষণ করে তাহলে তার ওপর T Time Trend এর কোন নিয়ন্ত্রণ নেই। তাই T Time Trend এর ওয়েবসাইট ব্যবহার করার সময় তৃতীয় পক্ষের কোন ওয়েবসাইট বা লিঙ্ক ব্যবহারে সতর্কতা অবলম্বন করার নির্দেশনা প্রদান করে। তবে ব্যবহারকারী নিবন্ধন কালে T Time Trend কে প্রয়োজনীয় যে সকল তথ্য সরবরাহ করে থাকেন তা তৃতীয় পক্ষের সঙ্গে আদান প্রদান করা হয় না।

দেশের বাইরে থেকে ওয়েবসাইটে প্রবেশঃ বাংলাদেশের বাইরে থেকে যারা ওয়েবসাইটে প্রবেশ করবেন তাদের ব্যক্তিগত তথ্য "ব্যবহারের শর্তাবলী" ও "গোপনীয়তার নীতি" অনুযায়ী প্রক্রিয়া করা হবে।

দায় পরিত্যাগঃ T Time Trend সব সময়ই ব্যবহারকারীকে সর্বোত্তম সেবা ও তথ্য দেয়ার চেষ্টা করে। তবে তা সর্বক্ষেত্রেই যথাযথ হবে তার নিশ্চয়তা T Time Trend প্রদান করে না। T Time Trend এর অয়েবসাইটে পরিবেশিত সকল তথ্য ও সেবা কোন ওয়ারেন্টি বা গ্যারান্টি ছাড়াই শুধুমাত্র তথ্যের জন্য, পরামর্শের জন্য নয়।

ব্যাঘাত, ওয়েব সাইট অপ্রাপ্যতাঃ T Time Trend সর্বক্ষণ তার সেবা চালু রাখার চেষ্টা করে। তবে T Time Trend এর নিয়ন্ত্রণ নেই, এমন কোন সমস্যা যেমন- ইন্টারনেটের সমস্যা বা এই ধরনের সমস্যার কারণে, ব্যবহারকারী কর্তৃক তৃতীয় পক্ষের কোন কনটেন্ট ডাউনলোড বা তাতে প্রবেশ করার কারণে সমস্যা হলে বা সেবায় ব্যাঘাত ঘটলে তার দায় T Time Trend নেবে না। বর্তমানে বিদ্যমান বাংলাদেশের আইন অনুযায়ী T Time Trend এর ওয়েবসাইটে প্রকাশিত কোন কনটেন্ট বা সেবার কারণে কারো কোনো ক্ষতি হলে এর দায়ভার T Time Trend বহন করে না।

আইনঃ T Time Trend এর ব্যবহারের শর্তাবলী এবং ব্যবহারকারীর সাথে সম্পর্ক বর্তমানে বাংলাদেশে বিদ্যমান আইনের আলোকে পরিচালিত হয়। পাশাপাশি তথ্য প্রকাশ, তথ্য সংরক্ষণ, ফাঁস বা এগুলোর তারিখ নিয়ে কোন বিতর্ক সৃষ্টি হলে তা আরবিট্রেশন অ্যাক্ট, ২০২১ এর আলোকে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়ে থাকে। এই সালিশ পরিচালনার পূর্ণাঙ্গ এখতিয়ার আদালতের হাতে। যারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন বা সেবা নিবেন তাদের আবাসস্থল, অবস্থান বা নাগরিকত্ব অনুযায়ী এই নীতিমালা প্রযোজ্য হবে।

সংশোধন নীতিমালা

T Time Trend এর ওয়েবসাইটে যে সকল আর্টিকেল প্রকাশ করা হয় তা ত্রুটিহীন ও নির্ভুলভাবে প্রকাশ করার সর্বাত্মক চেষ্টা করা হয়ে থাকে। তা সত্বেও অনিচ্ছাকৃত ভুল হওয়াটা অস্বাভাবিক নয়। অনিচ্ছাকৃত হলেও যেকোনো প্রকার ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই অনিচ্ছাকৃত ভুলগুলো আমাদের নজরে এলে আমরা যথাযথ নিয়ম মেনে সংশোধন করে প্রকাশের মাধ্যমে ব্যবহারকারীদের গোচরে আনি। তা সত্ত্বেও কোন ভুল ব্যবহারকারীদের চোখে ধরা পড়লে নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আমাদের কাছে জানালে সংশোধনের জন্য T Time Trend যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

tarek.desk@gmail.com

মন্তব্য প্রকাশের নীতিমালা

  • T Time Trend এর ওয়েবসাইটে মন্তব্য পোস্ট করার সময় বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলতে হবে।
  • দেশ ও দেশের বাইরের কোন ব্যাক্তি, জাতি, গোষ্ঠী, প্রতিষ্ঠান, ভাষা ও ধর্মের প্রতি আঘাত হানে বা অবমাননা করা হয় এমন মন্তব্য করা যাবে না।
  • অশালীন ও অশ্লীল কোন শব্দ বা বাক্য ব্যবহার করে মন্তব্য করা যাবে না।
  • ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা, ভয় দেখানো, হুমকি দেয়া নীতিমালা পরিপন্থী।
  • ভুল বা অসম্পূর্ণ বাক্যের মাধ্যমে মন্তব্য করা যাবে না।
  • T Time Trend যে কোন মন্তব্য প্রকাশ না করা ও বাতিলের অধিকার রাখে।
  • T Time Trend এর ওয়েবসাইটে প্রকাশিত কোন পোস্টে বা প্লাটফর্মে অঘটনমূলক, অসামাজিক, অশ্লীল, অসত্য, অনৈতিক বা আক্রমণাত্মক কোন পোস্ট, কমেন্ট, মেসেজ বা কল করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হতে পারে।

1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Parvin
    Parvin January 13, 2024 at 7:27 PM

    বাংলা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের সাজেশন দিলে খুব উপকৃত হবো। প্লিজ

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url