খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া

 

আমাদের দেশে ভ্রমণগুলোর মধ্যে সবচেয়ে চিত্রকর্ষক এবং উপভোগ্য ভ্রমণ হল ট্রেন ভ্রমণ। ট্রেন ভ্রমনে ক্লান্তিহীনভাবে যেকোনো মানুষ অনেক দূরের পথ পাড়ি দিতে পারে। পাশাপাশি ট্রেন ভ্রমণে অনাবিল এবং অবিরাম প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণকারীর দৃষ্টি আকর্ষণ করে। তাই ট্রেন ভ্রমণকে পছন্দের প্রথমে তালিকায় রাখতে গেলে আপনার-আমার ট্রেনের সময়সূচী জানা দরকার।

খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী

আপনি যদি দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা অঞ্চলের বাসিন্দা হন অথবা খুলনা থেকে উত্তরবঙ্গের দৃষ্টিনন্দন শহর রাজশাহীতে যেতে চান তাহলে ট্রেনকে আপনার যাত্রার মাধ্যমে হিসেবে পছন্দের তালিকায় প্রথমে রাখা উচিত। কেননা এই পথের যোগাযোগ ব্যবস্থায় ট্রেনই হল সর্বোত্তম যাত্রার বাহন। তাই আসুন জেনে নেই খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী।

পোস্ট সূচিপত্রঃ খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী

খুলনা থেকে রাজশাহী যাওয়ার জন্য ট্রেনে যোগাযোগের আপনি পাবেন দুইটি ট্রেন। একটি সকালে কপোতাক্ষ এক্সপ্রেস এবং অপরটি হল বিকেলে সাগরদাড়ি এক্সপ্রেস। উভয় ট্রেনিই আপনাকে প্রায় ৬ ঘন্টায় খুলনা থেকে রাজশাহী পৌঁছিয়ে দিবে। ট্রেন দুইটির সময়সূচী নিচে উল্লেখ করা হলো।

কপোতাক্ষ এক্সপ্রেস

  • ট্রেন ছাড়ার স্থানঃ খুলনা রেলওয়ে স্টেশন
  • ট্রেন ছাড়ার সময়ঃ সকাল ৬ঃ১৫
  • টিকেট প্রাপ্তির স্থানঃ স্টেশন অথবা অনলাইন
  • ভাড়া বা টিকিটের মূল্যঃ S_CHAIR- ৩১০ টাকা, SNIGDHA- ৫৯৩ টাকা
  • মধ্যবর্তী স্টেশন সমূহঃ নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, সাফদারপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, মিরপুর, ভেড়ামারা, পাকশী, ঈশ্বরদী, আজিমনগর, আব্দুলপুর।
  • পৌঁছানোর সময়ঃ দুপুর ১২ঃ০০ টা
  • বন্ধের দিনঃ মঙ্গলবার

সাগরদাড়ি এক্সপ্রেস

  • ট্রেন ছাড়ার স্থানঃ খুলনা রেলওয়ে স্টেশন
  • ট্রেন ছাড়ার সময়ঃ দুপুর ৪ঃ০০ টা
  • টিকেট প্রাপ্তির স্থানঃ স্টেশন অথবা অনলাইন
  • ভাড়া বা টিকিটের মূল্যঃ S_CHAIR- ৩১০ টাকা
  • মধ্যবর্তী স্টেশন সমূহঃ  নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোট চাঁদপুর, সাফদারপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, মিরপুর, ভেড়ামারা, পাকশী, ঈশ্বরদী, আজিমনগর, আব্দুলপুর।
  • পৌঁছানোর সময়ঃ রাত ১০ঃ০০ টা
  • বন্ধের দিনঃ সোমবার

আরও পড়ুনঃ রাজশাহী থেকে খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া

উপরে উল্লেখিত ট্রেনের সময়সূচী অনুযায়ী আপনার সুবিধামতো খুলনা থেকে রাজশাহী যাওয়ার জন্য যেকোনো ট্রেনটি বেছে নিতে পারেন। টিকেট সংগ্রহ করে আপনার কাঙ্খিত ট্রেনে ভ্রমণ করুন, কেননা টিকেট ছাড়া রেল ভ্রমণ আইনত দণ্ডনীয়। প্রয়োজনীয় মালামাল নিজ দায়িত্তে নিয়ে ভ্রমণ করুন, আপনার যাত্রা শুভ হোক।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url