রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া

 

বর্তমানে আমাদের দেশে সাশ্রয়ী এবং আনন্দদায়ক ভ্রমণের মাধ্যম হলো ট্রেন। ট্রেনে ভ্রমণ করে আপনি এখন দেশের যে কোন প্রান্তে যেতে পারবেন। দলভিত্তিক ভ্রমণে ট্রেনের জুড়ি মেলা ভার। বাংলাদেশ রেলওয়ে তাদের রেল সেবাকে বহুলাঅংশে সমৃদ্ধ এবং উন্নত করেছে। এই সেবার মানের উন্নতির কারণে এখন প্রায় সকলেই ট্রেনে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ বোধ করেন।

রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া

দেশের বিভিন্ন স্থানে প্রধানত আমরা ভ্রমণকে উদ্দেশ্য করেই যাত্রা করে থাকি। কিন্তু রাজধানী শহর ঢাকার ক্ষেত্রে ভ্রমণ উদ্দেশ্যের ভ্রমণ ভিন্নতা পাওয়া যায়। ঢাকাতে সাধারণত বেশিরভাগ মানুষ কাজের উদ্দেশ্যেই যাত্রা করে থাকে। যার ফলে এই পথে যাত্রী সংখ্যা অনেক বেশি। আপনি যদি এই পথের যাত্রী হন তাহলে রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে ধারণা থাকা ভালো। তাই আসুন রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানার চেষ্টা করি।

পোস্ট সূচিপত্রঃ রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া

আপনি যদি রাজশাহী থেকে ঢাকা যেতে চান তাহলে সকাল, বিকেল ও রাত মিলে মোট চারটি ট্রেন পাবেন। সকালে বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস, বিকেলে পদ্মা এক্সপ্রেস এবং রাতে ধুমকেতু এক্সপ্রেস। এর মধ্যে তিনটা ট্রেন সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে আপনাকে ঢাকা পৌঁছে দেবে। তবে বনলতা এক্সপ্রেস নামক স্পেশাল ট্রেনটি চার থেকে সাড়ে চার ঘন্টায় প্রায় বিরতিহীনভাবে আপনাকে ঢাকা পৌঁছে দেবে। তাই আপনার প্রয়োজন এবং সময় অনুযায়ী নিম্নোক্ত ট্রেনগুলো থেকে আপনার যাত্রার ট্রেনটি বাছাই করে নিন।

বনলতা এক্সপ্রেস

  • ট্রেন ছাড়ার সময়ঃ সকাল ৭ঃ০০ টা (রাজশাহী রেলওয়ে স্টেশন)
  • টিকেট প্রাপ্তির স্থানঃ স্টেশন অথবা অনলাইন 
  • ভাড়া বা টিকিটের মূল্যঃ S_CHAIR- ৩৭৫ টাকা, SNIGDHA- ৭২৫ টাকা, AC_S- ৮৬৫ টাকা
  • ট্রেন রুটঃ চাপাই নবাবগঞ্জ - রাজশাহী - ঢাকা 
  • পৌঁছানোর সময়ঃ সকাল ১১ঃ৩০ টা (ঢাকা কমলাপুর স্টেশন)
  • বন্ধের দিনঃ শুক্রবার

সিল্ক সিটি এক্সপ্রেস

  • ট্রেন ছাড়ার সময়ঃ সকাল ৭ঃ৪০ টা (রাজশাহী রেলওয়ে স্টেশন)
  • টিকেট প্রাপ্তির স্থানঃ স্টেশন অথবা অনলাইন 
  • ভাড়া বা টিকিটের মূল্যঃ S_CHAIR- ৩৪০ টাকা, SNIGDHA- ৬৫৬ টাকা, AC_S- ৭৮২ টাকা
  • ট্রেন রুটঃ রাজশাহী - আব্দুলপুর - ইশ্বরদী বাইপাস - চাটমোহর - বড়াল ব্রিজ - উল্লাপাড়া - জামতৈল - এস এইচ এম মনসুর আলী - বঙ্গবন্ধু সেতু পূর্ব - টাঙ্গাইল - মির্জাপুর - জয়দেবপুর - ঢাকা
  • পৌঁছানোর সময়ঃ দুপুর ১ঃ৩০ টা (ঢাকা কমলাপুর স্টেশন)
  • বন্ধের দিনঃ রবিবার

পদ্মা এক্সপ্রেস

  • ট্রেন ছাড়ার সময়ঃ বিকাল ৪ঃ০০ টা (রাজশাহী স্টেশন)
  • টিকেট প্রাপ্তির স্থানঃ স্টেশন অথবা অনলাইন
  • ভাড়া বা টিকিটের মূল্যঃ S_CHAIR- ৩৪০ টাকা, SNIGDHA- ৬৫৬ টাকা, AC_S- ৭৮২ টাকা
  • ট্রেন রুটঃ রাজশাহী - সরদহ রোড - আব্দুলপুর - ইশ্বরদী বাইপাস - চাটমোহর - বড়াল ব্রিজ - উল্লাপাড়া - এস এইচ এম মনসুর আলী - বঙ্গবন্ধু সেতু পূর্ব - টাঙ্গাইল - জয়দেবপুর - ঢাকা
  • পৌঁছানোর সময়ঃ রাত ৯ঃ৪০ টা (ঢাকা কমলাপুর স্টেশন)
  • বন্ধের দিনঃ মঙ্গলবার

ধূমকেতু এক্সপ্রেস

  • ট্রেন ছাড়ার সময়ঃ রাত ১১ঃ২০ টা (রাজশাহী স্টেশন)
  • টিকেট প্রাপ্তির স্থানঃ স্টেশন অথবা অনলাইন
  • ভাড়া বা টিকিটের মূল্যঃ S_CHAIR- ৩৪০ টাকা, SNIGDHA- ৬৫৬ টাকা, AC_B- ১১৭৩ টাকা
  • ট্রেন রুটঃ রাজশাহী - আড়ানী - আব্দুলপুর - চাটমোহর - বড়াল ব্রিজ - এস এইচ এম মনসুর আলী -  বঙ্গবন্ধু সেতু পূর্ব - জয়দেবপুর - ঢাকা
  • পৌঁছানোর সময়ঃ ভোর ৪ঃ৪৫ টা (ঢাকা কমলাপুর স্টেশন)
  • বন্ধের দিনঃ বুধবার

আরো পড়ুনঃ খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া

সর্বশেষে যে বিষয়টি ট্রেন ভ্রমণের সময় খেয়াল রাখার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি তা হল বিনা টিকিটে কখনো রেল ভ্রমণ করবেন না। কেননা বিনা টিকিটে রেল ভ্রমণ আইনত দণ্ডনীয়। আমাদের প্রত্যাশা আপনার যাত্রা শুভ হোক।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url