বিএড পরীক্ষার সাজেশন ২০২৩ (শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) - বিএড পরীক্ষার বিগত সালের প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২০২৩ শিক্ষাবর্ষের সরকারি এবং বেসরকারি টিচার্স
ট্রেনিং কলেজ সমূহের বি এড (এক বছর মেয়াদী) কোর্সের ১ম সেমিস্টার পরীক্ষা শীঘ্রই
অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত
রুটিন অনুযায়ী আগামী ২৩-০১-২০২৪ তারিখে "শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি"
বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আপনার ইতোমধ্যে গৃহীত পরীক্ষার প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে আমাদের টিমের বৃহৎ প্রচেষ্টার ফল হল এই সাজেশন। আমাদের এই সাজেশন "শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি" বিষয়ের পরীক্ষার প্রস্তুতি গ্রহণের সহায়ক হবে বলে আমরা আশাবাদী। এছাড়াও এর সাথে আমরা সংযোজন করেছি বিগত পাঁচ বছরের প্রশ্নপত্রের পিডিএফ এবং বিষয়ভিত্তিক বইয়ের পিডিএফ।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?
- বাংলা ও ইংরেজি দুটি করে ফন্টের নাম লিখুন।
- ফাইল ও ফোল্ডার কী?
- স্প্রেডশীট ও ওয়ার্কশীট কী?
- এক্সেল প্রোগ্রাম এর কাজ কী?
- মডেম কী?
- সফটওয়্যারের প্রকারভেদ লিখুন।
- শিক্ষা ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার চারটি ব্যবহার লিখুন।
- ক্লাউড স্টোরেজ কী?
- ইমেইল কী?
- আইকন কী? আইকন কত প্রকার ও কী কী?
- সোশ্যাল মিডিয়া কী?
- ওয়েব ব্রাউজার কী? চারটি ওয়েব ব্রাউজার এর নাম লিখুন।
- www এবং URL এর অর্থ কী?
- শিক্ষা ক্ষেত্রে ভার্চুয়াল ড্রাইভের ব্যবহারের দুইটি সুবিধা লিখুন।
- ই-বুক কী? ই-বুক পড়ার কাজে ব্যবহার হয় এরূপ চারটি যন্ত্রের নাম লিখুন।
- মোবাইল লার্নিং কী?
- ব্রাউজার কী? ব্রাউজারের তিনটি ব্যবহার লিখুন।
- "ক্ষতিকর সফটওয়্যার" বিষয়বস্তুটি শ্রেণীকক্ষে উপস্থাপনের জন্য দুটি শিখনফল লিখুন।
- শিক্ষক বাতায়ন হতে কনটেন্ট ডাউনলোডের ধাপসমূহ কী কী?
- ওয়ার্ড প্রসেসিং সফটওয়ারে ছবিযুক্ত করার ফ্লো-চার্ট লিখুন।
- স্প্রেডশীট প্রোগ্রাম দ্বারা কী কী কাজ করা যায়।
- রিসাইকেল বিন থেকে তথ্য ফেরত পাওয়ার উপায়গুলো লিখুন।
- অ্যানিমেশন কত প্রকার ও কী কী?
- ডিজিটাল শিক্ষা উপকরণ কী?
- ই-বুক কী? ই-বুকের তিনটি ব্যবহার লিখুন।
রচনামূলক প্রশ্ন
- কম্পিউটারের ডিভাইসের প্রকারভেদ লিখুন।
- ডিজিটাল বাংলাদেশের ধারণা ব্যাখ্যা করুন।
- এক্সেলে যোগ, বিয়োগ, গুন করার সূত্র লিখুন।
- ভিডিও ডাউনলোড করার নিয়ম লিখুন।
- শিক্ষা ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব বর্ণনা করুন।
- সাইবার অপরাধ কী? প্রচলিত পাঁচটি সাইবার অপরাধ সম্পর্কে লিখুন।
- কম্পিউটারের নিরাপদ, নৈতিক এবং ঝুঁকিপূর্ণ ব্যবহার বলতে কী বুঝায়?
- কম্পিউটার কী? কম্পিউটারের বিভিন্ন অংশের পরিচয় দিন।
- কম্পিউটারের বৈশিষ্ট্য বর্ণনা করুন।
- এমএস ওয়ার্ড কী? এর মাধ্যমে যে কাজগুলো করা যায় তার একটি তালিকা তৈরি করুন।
- ওয়ার্ডের ডকুমেন্ট কিভাবে কাট, কপি, পেস্ট ও ডিলিট করা যায় তা বর্ণনা দিন।
- ডিজিটাল কনটেন্ট তৈরির ধাপগুলো লিখুন।
- ইন্টারনেট কী? ইন্টারনেটের নিরাপদ ব্যবহারে শিক্ষকের করণীয় ব্যাখ্যা করুন।
- ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করার ধাপগুলো লিখুন।
- ব্লেন্ডেড লার্নিং এর প্রয়োজনীয়তা লিখুন।
- পেশাগত দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে শিক্ষক বাতায়নের ভূমিকা আলোচনা করুন।
- শিক্ষা প্রশাসন ও একাডেমিক কাজে ই-মেইলের ব্যবহার বর্ণনা করুন।
- ICT এর নিরাপদ ব্যবহার ও ঝুঁকি প্রতিরোধের উপায়গুলো উল্লেখ করুন।
- স্প্রেডশীট প্রোগ্রাম কী? স্প্রেডশীটে পাই চার্টে সংযুক্তের ধাপগুলো উল্লেখ করুন।
- কম্পিউটার মেমোরি কী? মেমোরি কার্ডের ব্যবহারসমূহ লিখুন।
- মেমোরি কার্ড বা ড্রাইভ হতে ফাইল স্থানান্তরের বিভিন্ন উপায় বর্ণনা করুন।
- উদাহরণসহ একটি ডিজিটাল উপকরণ পরিকল্পনার ধাপসমূহ উল্লেখ করুন।
- ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে নির্দিষ্ট ফোল্ডারে সংরক্ষণ করার পদ্ধতি বর্ণনা করুন।
- প্রেজেন্টেশন সফটওয়্যার এর স্লাইড এ কোন ছবিতে এন্ট্রান্স এ্যানিমেশন প্রয়োগের ধাপগুলো লিখুন।
- শিক্ষাক্ষেত্রে এমএস ওয়ার্ড ব্যবহারের প্রয়োজনীয়তা লিখুন।
- পাওয়ার পয়েন্ট স্লাইডে ছবি যুক্ত করার নিয়ম লিখুন।
- পাওয়ার পয়েন্ট স্লাইডে ভিডিও যুক্ত করার ধাপগুলো উল্লেখ করুন।
- ২১ শতকের শিক্ষকের ডিজিটাল দক্ষতাসমূহ লিখুন।
- শিক্ষকতা পেশায় ভার্চুয়াল ড্রাইভ ব্যবহারের প্রয়োজনীয়তা উল্লেখ করুন।
T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url