বি এড পরীক্ষার সাজেশন (কম্প্রিহেনসিভ)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ শিক্ষাবর্ষের বি এড ০১ বছর মেয়াদী কোর্সের
প্রশিক্ষণার্থীদের ২য় সেমিস্টার পরীক্ষার সময়সূচী (সংশোধিত) জাতীয়
বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী
১০-০৬-২০২৪ ইং তারিখে কম্প্রিহেনসিভ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আসন্ন পরীক্ষার কথা মাথায় রেখে ২০২৩ সালের বি এড প্রশিক্ষণার্থীরা ইতোমধ্যে ২য় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন। ২০২৩ সালের বি এড প্রশিক্ষনার্থীদের ২য় সেমিস্টার পরীক্ষার চলমান প্রস্তুতিকে আরেকটু বেগবান করতে আমরা নিয়ে এসেছি সম্ভাব্য কিছু প্রশ্নভিত্তিক সাজেশন। প্রশ্নগুলো আপনার পরীক্ষার প্রস্তুতি গ্রহণের সহায়ক হবে বলে আশা করছি।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
- মাধ্যমিক শিক্ষা বলতে কী বুঝায়?
- বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোন সালে গঠিত?
- প্রকৃতিবাদ কী?
- ধারাবাহিক মূল্যায়ন কী?
- পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য কী?
- প্রতিফলন অনুশীলন কী?
- শিক্ষক যোগ্যতার ক্ষেত্রগুলো কী কী?
- অনুশিক্ষণ ও ছদ্মশিক্ষণ বলতে কী বুঝায়?
- প্রতিফলন দিনলিপি কী?
- স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম ও সাল উল্লেখ করুন।
- NAEM এর পূর্ণরূপ কী?
- BISE ও NTRCA-এর পূর্ণরূপ লিখুন।
- সু-অভীক্ষার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন।
- শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার দুটি বৈশিষ্ট্য লিখুন।
- শিখন জার্নাল কাকে বলে?
- শিখনফল কী?
- মূল্যবোধ বলতে কী বোঝায়?
- ফিডব্যাক কী?
- শিক্ষার্থীকেন্দ্রিক পদ্ধতি কী?
- শিক্ষার্থীকেন্দ্রিক চারটি পদ্ধতির নাম লিখুন।
- শিক্ষার্থীকেন্দ্রিক দুটি কৌশলের উদাহরণ দিন।
- একটি আদর্শ পাঠ পরিকল্পনার উপাদান কী কী?
- শিক্ষণ সহায়ক উপকরণ বলতে কী বোঝায়?
- উপানুষ্ঠানিক শিক্ষার দুটি উদাহরণ দিন।
- মাইন্ড ম্যাপিং কী?
- গ্র্যান্ড-ইন-এইড চালু করার সুপারিশ কোন রিপোর্টে করা হয়েছিল?
- থর্নডাইকের শিখন তত্ত্বের মূল সূত্রগুলো লিখুন।
- থর্নডাইকের সংযোজনবাদ তত্ত্বটি লিখুন।
- জীবন দক্ষতা বলতে কী বুঝায়?
- শিক্ষক প্রশিক্ষণের দুটি উদ্দেশ্য উল্লেখ করুন।
- শিক্ষক যোগ্যতা বলতে কী বোঝায়?
- শিক্ষক বাতায়ন কী?
- শিক্ষা মন্ত্রণালয়কে কী কী বিভাগে ভাগ করা হয়েছে?
- কম্পিউটার ভাইরাস কী?
- CPU কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কেন?
- সফটওয়্যার এর প্রকারভেদ উল্লেখ করুন।
- URL এর অর্থ কী?
- ICT ও WWW-এর পূর্ণরূপ লিখুন।
- অ্যানিমেশন প্রধানত কত প্রকার ও কী কী?
- ডিজিটাল শিক্ষা উপকরণের দুটি গুরুত্ব উল্লেখ করুন।
- জেন্ডার ও সেক্সের পার্থক্য লিখুন।
- নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতার প্রকারভেদ উল্লেখ করুন।
- জেন্ডার মেইনস্ট্রিমিং বলতে কী বুঝায়?
- জেন্ডার সাম্য ও সমতা বলতে কী বুঝায়?
- প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের পার্থক্য কী?
- কর্মসহায়ক গবেষণার দুটি সুবিধা লিখুন।
- মৌলিক ও সামাজিক গবেষণার মধ্যে পার্থক্য লিখুন।
- শিক্ষা গবেষণা কী?
- নমুনা ও নমুনায়ন বলতে কী বুঝায়?
- গ্রন্থপঞ্জি কী?
- অনগ্রসর শিক্ষার্থীদের বৈশিষ্ট্য লিখুন।
- কেন্দ্রীয় প্রবণতা কী? উদাহরণ দিন।
- কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কী কী?
- একীভূত শিক্ষা কিভাবে ভিন্নতার স্বীকৃতি দেয়?
- বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সনাক্তকরণের দুটি উপায় উল্লেখ করুন।
রচনামূলক প্রশ্ন
- দেশীয় শিক্ষা প্রসঙ্গে উইলিয়াম অ্যাডাম এর রিপোর্টের গুরুত্ব উল্লেখ করুন।
- উডের শিক্ষা দলিল প্রণয়নের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করুন।
- বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে জাতীয় শিক্ষানীতি ২০১০-এর পাঁচটি গুরুত্বপূর্ণ প্রভাব বর্ণনা করুন।
- জাতীয় শিক্ষাক্রম ২০১২-এর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করুন।
- শ্রেণিকক্ষে একজন শিক্ষকের বোর্ড ব্যবহারের ক্ষেত্রে কী কী নিয়ম অনুসরণ করা প্রয়োজন?
- "শিক্ষার সফল বাস্তবায়নের অনেকটাই নির্ভর করে সঠিক শিক্ষা উপকরণ ব্যবহারের উপর"- কথাটির যৌক্তিকতা ব্যাখ্যা করুন।
- বেঞ্জামিন ব্লুমের শ্রেণীবিন্যাসবিদ্যার আলোকে সৃজনশীল প্রশ্নের গঠন কাঠামো তুলে ধরুন।
- শিখনের 'সাপেক্ষ প্রতিবর্তবাদ' তত্ত্বটির প্রয়োগিকতা চিহ্নিত করুন।
- শিখন কী? শিক্ষাক্ষেত্রে জ্যাঁ পিয়াজের জ্ঞান বিকাশ তত্ত্বের গুরুত্ব ব্যাখ্যা করুন।
- এরিকসনের ব্যক্তিত্ব বিকাশের ধাপগুলো উল্লেখ করে প্রত্যেকটি ধাপের ব্যাখ্যা দিন।
- ধারাবাহিক ও সামষ্টিক শিখন যাচাই এর পার্থক্য উল্লেখ করুন।
- ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন কী? বিদ্যালয়ে কোনটি উপযোগী ও কেন?
- একবিংশ শতকের শিক্ষকের কী কী আইসিটি যোগ্যতা থাকা জরুরী?
- আইসিটি ভিত্তিক শিক্ষণ সহায়ক উপকরণ তৈরিতে শিক্ষকের ভূমিকা কী? বর্ণনা করুন।
- গুণগত শিক্ষা বাস্তবায়নে আইসিটির ভূমিকা ও বিশ্লেষণ করুন।
- আইসিটি শিক্ষার পাঁচটি নিরাপদ ও নৈতিক ব্যবহার বর্ণনা করুন।
- ছাত্রী-উপবৃত্তির প্রভাব ও ফলাফল ব্যাখ্যা করুন।
- সেক্স এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস সংরক্ষণে জীবন দক্ষতার ব্যবহার কিভাবে করা যায়? ব্যাখ্যা করুন।
- কর্মসহায়ক গবেষণা কী? গবেষণা প্রস্তাবের ধাপগুলো লিখুন।
- কর্মসহায়ক গবেষণা কী? পেশাগত মান উন্নয়নে কর্মসহায়ক গবেষণার কার্যকারিতা উদাহরণসহ ব্যাখ্যা করুন।
- গবেষণা প্রতিবেদন কাঠামো কী? একটি গবেষণা প্রতিবেদন কাঠামোর নমুনা প্রণয়ন করুন।
- শিক্ষা গবেষণার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সংক্ষেপে লিখুন।
- গবেষণা প্রতিবেদনের কাঠামো উল্লেখপূর্বক অনুমিত সিদ্ধান্তের আবশ্যকতা নিরূপণ করুন।
- বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার সমস্যা চিহ্নিত করে সমাধানের পরামর্শ দিন।
- শিখন-শেখানো পাঁচটি পদ্ধতির নাম লিখে যে কোন একটি পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দিন।
- শিক্ষার্থীকেন্দ্রিক পদ্ধতিগুলো প্রয়োগে কীকী ধরনের চ্যালেঞ্জ আছে? সেগুলো উত্তরণের উপায় চিহ্নিত করুন।
- শিক্ষকের পেশাগত উন্নয়নে ফলাবর্তন কিভাবে ভূমিকা রাখে মূল্যায়ন করুন।
- একীভূত শিক্ষা কী? একীভূত শিখন বান্ধব পরিবেশের উপাদানসমূহ বর্ণনা করুন।
- শিক্ষার্থীদের মানসিক ও আবেগিক বিকাশে শিক্ষকের ভূমিকা বিশ্লেষণ করুন।
- অটিজমের লক্ষণগুলো সনাক্ত করে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির উপায় লিখুন।
T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url