ঘুরতে যাওয়ার সেরা ২৫টি স্থান

ক্যালেন্ডারের পাতা অনুযায়ী নতুন বছর আসতে আর দুই মাস বাকি। নতুন বছরে আপনি যদি কোথাও ঘুরতে যেতে চান তাহলে প্রয়োজন হবে একটা ট্রিপপ্লান। আর একটি ট্রিপ আয়োজন করতে গেলে সময় লাগে। এ ছাড়া থাকা-খাওয়ার বিষয়টি তো আছেই। আর তাই ভ্রমণকারীদের সাহায্য করার জন্য, ন্যাশনাল জিওগ্রাফিক ২০২৫ সালের জন্য বিশ্বব্যাপী শীর্ষ ২৫টি গন্তব্যের একটি তালিকা প্রকাশ করেছে।

ঘুরতে যাওয়ার সেরা ২৫টি স্থান

তালিকাটিতে গুয়াতেমালার সক্রিয় আগ্নেয়গিরিতে হাইকিং বা মালয়েশিয়ায় একটি বিলাসবহুল ট্রেনে যাত্রা করার মতো জিনিসগুলির জন্য সুপারিশ করা হয়েছে। চলুন জেনে নিই বিশ্বের সেরা ২৫টি টুরিস্ট প্লেস সম্পর্কে।

১। অ্যান্টিগুয়া, গুয়াতেমালা

বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হল গুয়াতেমালা অ্যান্টিগুয়া। আপনি কফি বাগানের মধ্যে হাঁটতে বা পাহাড়ের উপরে বসে মেঘ পর্যবেক্ষণ করতে, একটি ইতিহাসের শহর অ্যান্টিগায় যেতে পারেন।

২। ওকালা ন্যাশনাল ফরেস্ট, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র

ওকালা, ফ্লোরিডা তার অস্বাভাবিক উদ্ভিদ প্রজাতি, হ্রদ, জলপ্রপাত, ম্যান্টিস এবং কালো ভাল্লুকের জন্য সুপরিচিত। ওকালা ন্যাশনাল পার্কে পর্যটকদের বিনোদনের জন্য প্রাণী ছাড়াও রয়েছে মাছ ধরার সুযোগ।

৩। ব্যাংকক, থাইল্যান্ড

ব্যাংককের পুরাতন এবং নতুনের মিশ্রণটি দুর্দান্ত। আমরা থাইল্যান্ডের রাজধানীর চকচকে দিকের সাথে বেশি পরিচিত। তাছাড়াও ব্যাংককের কিছু আকর্ষণীয় স্মৃতিস্তম্ভ, মন্দির এবং স্থাপত্য রয়েছে।

৪। রাজা আমপাট দীপপুঞ্জ, ইন্দোনেশিয়া

আপনি পানির নিচের বিচিত্র বাস্তুতন্ত্রের সাক্ষী হতে রাজা আম্পাত দীপপুঞ্জে ডুব দিতে পারেন। এই গভীর পুলটিতে এক হাজারেরও বেশি কোরাল রিফ মাছ এবং ৫০০ টিরও বেশি বিভিন্ন ধরণের প্রবাল রয়েছে। সংরক্ষণকারীদের প্রচেষ্টার কারণে হাঙরও ফিরে আসছে।

৫। গুয়াদালাহারা, মেক্সিকো

আপনি যদি মারিয়াচি সঙ্গীত শুনতে চান তবে আপনাকে অবশ্যই গুয়াদালাহারা যেতে হবে। এটি একটি ১৮ শতকের মেক্সিকান সঙ্গীত উৎসব যা প্রতি আগস্ট এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়।

৬। সেনোবিটিক মন্যাসটিসিজম, ইতালি

উপদ্বীপীয় ইতালিতে, সন্ন্যাসীরা ঐতিহাসিকভাবে খুব সাধারণ জীবনযাপন করেন। সেনোবিটিক মন্যাসটিসিজমে সন্ন্যাস জীবনের আধ্যাত্মিকতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা যায়। এখানে সব ধর্মের দর্শনার্থীদের সন্ন্যাসীরা স্বাগত জানান।

৭। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র

লস এঞ্জেলেস নতুন ভাবে শিল্পের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে। কৃষ্ণাঙ্গ শিল্পীদের দ্বারা আঁকা একটি ১.৩ মাইল প্রাচীর মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্ল্যাক আর্ট প্রোগ্রামের দেখা পাওয়া যাবে এখানে।

৮। গ্রীনল্যান্ড

নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে বরফ-আবদ্ধ গ্রীনল্যান্ড এখন সহজেই প্রবেশযোগ্য হয়ে উঠেছে। এই শ্বাসরুদ্ধকর সুন্দর দ্বীপে ভ্রমণের মাধ্যমে স্থানীয় ইনুইট মানুষের রীতিনীতি আবিষ্কার করার সুযোগ পাওয়া যাবে।

৯। কানাজাওয়া, জাপান

কিয়োটা থেকে কানাজাওয়া দুই ঘণ্টার দূরত্ব যেখানে আপনি ভিড় ছাড়াই জাপানি খাবার ও সংস্কৃতির অভিজ্ঞতা নিতে পারবেন। এই শহরে অনেক সুন্দর বাগান আছে।

১০। ইস্টার্ন ও ওরিয়েন্টাল এক্সপ্রেস, মালেশিয়া

মালয়েশিয়ার বিলাসবহুল ট্রেন, ইস্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল এক্সপ্রেস, মহামারীর কারণে চার বছরের বিরতির পরে পুনরায় চালু হয়েছে। এই ট্রেনে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে ভ্রমণ করতে পারেন।

১১। ব্রাসোভ, রোমানিয়া

ব্রাসোভে রয়েছে পাহাড়ের চূড়া, গ্রামীণ জীবন এবং পুরানো কাঠের বাড়ি। এই এলাকায় ৮৭০ মাইল হাইকিং পথ আছে।

১২। সেরাডো, ব্রাজিল

সেরাডোতে ১২,০০০ টিরও বেশি উদ্ভিদ প্রজাতি এবং ৮৫০ টি পাখির প্রজাতি রয়েছে। এছাড়াও আপনি যদি সেরাডোতে যান তবে নেকড়ে শিকারে গাইডের সাথে যেতে পারেন।

১৩। নর্থল্যান্ড, নিউজিল্যান্ড

আপনি যদি বিরল প্রজাতির বন্য প্রাণী দেখতে চান তবে নিউজিল্যান্ডের নর্থল্যান্ড হল যেতে পারেন। এছাড়া পানিতে মজাদার ডাইভিং এর সুব্যবস্থা আছে।

১৪। সেনেগাল

খাদ্য-প্রেমী ভ্রমণকারীদের জন্য, সেনেগাল একটি চমৎকার গন্তব্য। এই জাতির খাদ্য ফরাসি এবং পশ্চিম আফ্রিকান উভয় রন্ধনপ্রণালী দ্বারা প্রভাবিত।

১৫। হাইদা গোয়াই, ব্রিটিশ কলম্বিয়া

আপনি যদি হাইদা ইতিহাসকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে চান তবে ব্রিটিশ কলাম্বিয়া যেতে হবে। এছাড়াও এখানে ডলফিন এবং তিমি দেখার সুযোগ রয়েছে।

১৬। বার্বাডোজ

ক্রীতদাস–বাণিজ্যে নতুন একটি দৃষ্টিভঙ্গি তৈরি হয় বারবাডোজে গেলে। ক্রীতদাস প্রথা স্মরণে এখানে রয়েছে একটি স্মৃতিসৌধ।

১৭। সুরু উপত্যকা, ভারত

যারা উচ্চতায় ভয় পান না তাদের জন্য এই পর্যটন স্পটটি আদর্শ। প্রতি বছর আগস্ট ও সেপ্টেম্বরে সারা বিশ্বের পর্বতারোহীরা এখানে আসেন।

১৮। বইজি, আইডাহো, যুক্তরাষ্ট্র

বাস্করা ১৮০০-এর দশকের শেষের দিকে ভেড়ার প্রজননের জন্য বইজি অঞ্চলে আসে। এক দশকের মধ্যে সবচেয়ে বড় বাস্ক সাংস্কৃতিক উৎসব ২০২৫ সালের জুলাই মাসে হবে।

১৯। আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত

আবুধাবির সাংস্কৃতিক কেন্দ্র হবে সাদিয়াত সাংস্কৃতিক এলাকা, যা এখন সাদিয়াত দ্বীপে নির্মিত হচ্ছে। যার নির্মাণ কাজ ২০২৫ সালে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

২০। মারি নদী, অস্ট্রেলিয়া

আপনি যদি অস্ট্রেলিয়ার কৃষি অঞ্চল জুড়ে জলপথে যেতে চান তবে আপনাকে অবশ্যই মারি নদী অনুসরণ করতে হবে। যাত্রাপথে নদীর ধারে বারবিকিউয়ের স্বাদও নিতে পারবেন।

২১। কোয়াজুলু-নাটাল, দক্ষিণ আফ্রিকা

কোয়াজুলু-নাটাল এখন একটি নতুন সাফারি করার জন্য জায়গা। এখানে পর্যটকরা গেম ড্রাইভিংয়ে অংশ নিতে পারে।

২২। স্টকহোম আর্কিপেলাগো, সুইডেন

সুইডেনের স্টকহোম ৩০ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। গ্রীষ্মের শেষের দিকে এবং শরতের শুরুর দিকে এই অত্যাশ্চর্য দ্বীপগুলি দেখার জন্য উপযুক্ত সময়।

২৩। কর্ক, আয়ারল্যান্ড

একটি নতুন মহানগরের উত্থান দেখতে আয়ারল্যান্ড ভ্রমণ করুন। কর্ক সিটি নামে একটি নতুন শহর গড়ে তোলার জন্য ১২৮ বিলিয়ন মার্কিন ডলারের  প্রকল্প চলছে।

২৪। আউটার হিব্রাইডস, স্কটল্যান্ড

আউটার হেব্রাইডস স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী সৌন্দর্য অনুভব করার জন্য একটি দুর্দান্ত জায়গা। এই দ্বীপগুলোর ঝকঝকে সৈকত সুপরিচিত।

২৫। তিউনিসিয়া দেশ

রোমান সাম্রাজ্যের পতনের ইতিহাস সম্পর্কে ব্যাপক আলোচনা আমরা শুনেছি। এই সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে আপনাকে তিউনিসিয়া যেতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url