BTRC লাইসেন্স এখন ঘরে বসেই - e-License প্রদান করবে বিটিআরসি
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি তাদের লাইসেন্সিং কার্যক্রম অনলাইন ভিত্তিক করার লক্ষ্যে গত ২৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। BTRC-এর উপ-পরিচালক মোঃ নাহিদুল ইসলাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন লাইসেন্স প্রাপ্তি, লাইসেন্স নবায়ন, ঠিকানা পরিবর্তন ও লাইসেন্সের সংশোধন সংক্রান্ত ইত্যাদি আবেদন শুধুমাত্র LIMS (License Issuance & Management System) মাধ্যমে গ্রহণ করা হচ্ছে।
লাইসেন্স প্রত্যাশী আবেদনকারীগণের যথাযথ সেবা নিশ্চিত করাসহ দ্রুততার সাথে লাইসেন্স প্রদান/ নবায়ন/ ঠিকানা পরিবর্তন/ সংশোধন ইত্যাদি কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে আগামী ১৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বিশ্ব টেলিযোগাযোগ দিবস হতে আবেদন শুধুমাত্র বিটিআরসি এর লাইসেন্স প্রদান এবং ব্যবস্থাপনা পোর্টাল LIMS (License Issuance & Management System)-এর মাধ্যমে গ্রহণ করা হবে। সেই সাথে হার্ডকপি লাইসেন্স ইস্যু/ নবায়ন-এর পরিবর্তে আগামী ১৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ হতে কেবলমাত্র LIMS এর মাধ্যমে আবেদন প্রাপ্তি সাপেক্ষে e-License প্রদান বিষয়ে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এই বিজ্ঞপ্তির মাধ্যমে বর্তমানে বিদ্যমান সকল লাইসেন্সধারী/ রেজিস্ট্রেশন সার্টিফিকেটধারী/ এনলিস্টমেন্ট সার্টিফিকেটধারী প্রতিষ্ঠানসমূহকে জরুরী ভিত্তিতে LIMS (https://lims.btrc.gov.bd) পোর্টালে User Account সৃষ্টি করে নিজ নিজ প্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য দাখিল অথবা ইতোপূর্বে প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য দাখিল করে থাকলে দাখিলকৃত তথ্য হালনাগাদ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে আবেদনের সাথে প্রয়োজনীয় হালনাগাদ ডকুমেন্ট প্রাপ্তি সাপেক্ষে হার্ডকপি লাইসেন্স-এর পরিবর্তে e-License প্রদান করা হবে।
T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url