বিটিআরসি-তে চাকরীর সুযোগ - অনলাইনে আবেদন শুরু

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অস্থায়ীভাবে কিছু সংখ্যক জনবল নিয়োগের লক্ষ্যে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিঃ তারিখে বিটিআরসি-এর ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। BTRC-এর পরিচালক (প্রশাসন) জনাব এম, এ, তালেব হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্তসাপেক্ষে অনলাইনে দরখাস্তের আহ্বান করা হয়।

বিটিআরসি-তে চাকরীর সুযোগ

আগ্রহী প্রার্থীগণ BTRC-এর টেলিটক পোর্টাল https://btrc.teletalk.com.bd/ ওয়েবসাইটে গিয়ে বিটিআরসি এর নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে উল্লেখ্য যে, স্মারক নং-১৪২২ এর মাধ্যমে গত ৩১ অক্টোবর ২০২৩ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ইতোমধ্যে যেসকল চাকরিপ্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত শূন্য পদসমূহ

সহকরী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন), সহকারী পরিচালক (তরঙ্গ ব্যবস্থাপনা), সহকারী পরিচালক (লিগ্যাল), সহকারী পরিচালক (প্রকৌশল ও পরিচালন), সহকারী পরিচালক (এনফোর্সমেন্ট), উপ-সহকারী পরিচালক (আইটি), উপ-সহকারী পরিচালক (অর্থ ও রাজস্ব), উপ-সহকারী পরিচালক (তরঙ্গ ব্যবস্থাপনা), উপ-সহকারী পরিচালক (লিগ্যাল), উপ-সহকারী পরিচালক (লাইসেন্স), উপ-সহকারী পরিচালক (পরিদর্শন), ব্যক্তিগত কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গাড়ি চালক, ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান, পরিছন্নতাকর্মী, অফিস সহায়কসহ মোট ২০টি ক্যাটাগরির পদ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তসমূহ পূরণপূর্বক  আবেদন করতে পারবেন।

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের আবশ্যিক শর্তাবলী

  • ০১ এপ্রিল, ২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর (বিজ্ঞপ্তির ৪ নং কলামের বর্ণনা অনুযায়ী) হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) বা সমমানের পরীক্ষার সনদপত্রের উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য যে, গাড়িচালক এবং পরিচ্ছন্নতাকর্মী পদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও অষ্টম শ্রেণী/জুনিয়র স্কুল সার্টিফিকেট অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে।
  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
  • নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারের বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
  • আবেদনকারীকে তার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য আবেদনে উল্লেখ করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার বাইরে অন্য ভুল/মিথ্যা/জাল তথ্য দ্বারা অনলাইনে আবেদন করা হলে বা কোন তথ্য গোপন করলে আবেদন বাতিল করা হবে। একইসাথে আবেদনকারী কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
  • লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।

আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলী

আগ্রহী প্রার্থীগন BTRC-এর টেলিটক পোর্টাল https://btrc.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ  ও পরীক্ষার ফি জমাদান ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিঃ সকাল ১০ টা থেকে শুরু হয়ে ২৮ মে ২০২৫ খ্রিঃ বিকাল ৫ টা পর্যন্ত চলবে। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগন অনলাইনে আবেদনপত্র সাবমিট-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণের জন্য আরও অন্যান্য নির্দেশাবলী এবং এসএমএস-এর মাধ্যমে আবেদন ফি জমাদানের পদ্ধতি বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

তাই শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url