বিএড পরীক্ষার সাজেশন ২০২৩ (মাধ্যমিক শিক্ষা) - বিএড পরীক্ষার বিগত সালের প্রশ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি এবং বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে ২০২৩ শিক্ষাবর্ষের বি এড (১ বছর মেয়াদী) কোর্সের প্রশিক্ষনার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্প্রতি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এই সময়সূচি অনুযায়ী ১৬-১-২০২৪ রোজ মঙ্গলবার থেকে বিএড (১ বছর মেয়াদী) কোর্সের প্রথম সেমিস্টার পরীক্ষা আরম্ভ হবে।

বিএড পরীক্ষার সাজেশন ২০২৩ - বিএড পরীক্ষার বিগত সালের প্রশ্ন

উক্ত পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রথম যে বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা হলো মাধ্যমিক শিক্ষা (৮১২২০১)। উক্ত পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য আমরা আপনার জন্য একটি সাজেশন তৈরি করার চেষ্টা করেছি। সাজেশন তৈরিতে বিগত বছরের প্রশ্নগুলোকে প্রাধান্য দেয়া হয়েছে এবং সর্বশেষ বছর অর্থাৎ ২০২২ সালের প্রশ্ন সমূহকে বাদ দেয়া হয়েছে। বিগত বছরের প্রশ্নসমূহের আলোকে সাজানো আমাদের এই সাজেশন আপনার পরীক্ষার প্রস্তুতি গ্রহণের সহায়ক হলে আমরা সার্থক হব।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

  1. মাধ্যমিক শিক্ষা কী?
  2. শিক্ষার স্বরূপ ব্যাখ্যা করুন।
  3. জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুসারে মাধ্যমিক শিক্ষার কাঠামো লিখুন।
  4. জাতীয় শিক্ষানীতি ২০১০ এর চারটি লক্ষ্য ও উদ্দেশ্য লিখুন।
  5. জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন।
  6. শিক্ষাক্রম ও পাঠ্যসূচির পার্থক্য উল্লেখ করুন।
  7. শিক্ষাক্রম বিস্তরণ বলতে কী বুঝায়?
  8. শিক্ষা সংশ্লিষ্ট চারটি দার্শনিক মতবাদের নাম লিখুন।
  9. গ্রান্ট-ইন-এইড প্রথা কী?
  10. উডের ডেসপ্যাচে Grant in Aid বা অনুদান প্রাপ্তির শর্তগুলো লিখুন।
  11. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চারটি কার্যক্রম উল্লেখ করুন।
  12. শিক্ষা মন্ত্রণালয়ের চারটি কাজ লিখুন।
  13. শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুটি কাজ লিখুন।
  14. BANBEIS- এর পূর্ণরূপ কী?
  15. বেসরকারি বিদ্যালয়ের হিসাব সংরক্ষণ ও আয়-ব্যয় নিরীক্ষার চারটি পদ্ধতি লিখুন।
  16. NTRCA কী?
  17. সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধি ১৯৮৫ অনুযায়ী অসদাচরণ কী?
  18. বয়ঃসন্ধিকালের চারটি সমস্যা উল্লেখ করুন।
  19. আবেগ নিয়ন্ত্রণের দুইটি উপায় লিখুন।
  20. বর্ধন ও বিকাশের পার্থক্য নিরূপণ করুন।
  21. জেন্ডার সমতা ও সাম্যতা বলতে কী বোঝায়?
  22. জেন্ডার ও সেক্স এর চারটি পার্থক্য লিখুন।
  23. ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধারণা দিন।
  24. LSBE- এর পূর্ণরূপ কী?
  25. WHO প্রদত্ত জীবন দক্ষতাসমূহের মধ্যে চারটির নাম লিখুন।
  26. শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিকল্পনা কেন প্রয়োজন?
  27. বর্ধন, বিকাশ ও পরিণমন বলতে কী বুঝায়?

রচনা মূলক প্রশ্ন

  1. শিক্ষাক্রম কী? শিক্ষাক্রমের উপাদানসমূহ ব্যাখ্যা করুন।
  2. শিক্ষাক্রম উন্নয়নের যৌক্তিকতা ব্যাখ্যা করুন।
  3. শিক্ষাক্রম উন্নয়নের যেকোনো দুইটি মডেল বর্ণনা দিন।
  4. ভারতীয় শিক্ষার ইতিহাসে উডের ডেসপ্যাচ এর প্রভাব বর্ণনাপূর্বক এর সুপারিশগুলো লিখুন।
  5. "শিক্ষা দর্শন দর্শনের একটি প্রায়োগিক শাখা"- শিক্ষা দর্শনের কার্যাবলী উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন।
  6. চার্লস উডের ডেসপ্যাচের সুপারিশ সমূহ উল্লেখ করুন।
  7. মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দায়িত্ব ও কর্তব্য বর্ণনা করুন।
  8. শিক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো উল্লেখ করুন।
  9. শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব-কর্তব্য আলোচনা করুন।
  10. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের গঠন কাঠামো ছক উল্লেখ করুন।
  11. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রধান কার্যাবলী সংক্ষেপে উপস্থাপন করুন।
  12. পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কাজ কী? বিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতায় এই দপ্তরের ভূমিকা বিশ্লেষণ করুন।
  13. SDG এর লক্ষ্যমাত্রা অর্জনে গুণগত শিক্ষার ভূমিকা লিখুন।
  14. জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা কী? ব্যক্তি ও সমাজ জীবনে দক্ষতা ভিত্তিক শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন।
  15. গুণগত শিক্ষার উপাদানগুলো উল্লেখ করুন।
  16. ব্যক্তিত্ব বলতে কী বোঝায়? শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠনে শিক্ষক হিসেবে আপনি কিভাবে সহায়তা করবেন?
  17. বয়ঃসন্ধিকাল কী? বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যাবলি লিখুন।
  18. বয়ঃসন্ধিকালের সমস্যা সমাধানে শিক্ষকের ভূমিকা বর্ণনা দিন।
  19. এরিক এরিকসনের ব্যক্তিত্ব বিকাশের মতবাদের উপাদানসমূহ লিখুন।
  20. SMC- এর গঠন কাঠামো লিখুন।
  21. SMC- এর দায়িত্ব ও কার্যাবলী আলোচনা করুন।
  22. বেসরকারি বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক অভিভাবক সমিতির ভূমিকা ব্যাখ্যা করুন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
8 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • English Care & Career
    English Care & Career December 29, 2023 at 8:15 AM

    বি এড সকল বিষয় এর সাজেশন দেন প্লিজ

    • T Time Trend
      T Time Trend January 2, 2024 at 11:41 PM

      সকল বিষয়ের সাজেশন পেতে সাথে থাকুন। ধন্যবাদ।

    • আকরাম
      আকরাম May 5, 2024 at 10:37 PM

      বিএড ২য় সেমিস্টার সাজেশন্স-২০২৪ ও বিগত সালের প্রশ্ন প্রয়োজন।

    • T Time Trend
      T Time Trend May 8, 2024 at 12:34 AM

      শীঘ্রই প্রকাশিত হবে। সাথেই থাকুন।

    • T Time Trend
      T Time Trend May 20, 2024 at 11:16 PM

      বিএড ২য় সেমিস্টার পরীক্ষার সাজেশন ও বিগত সালের প্রশ্ন প্রকাশ করা হয়েছে।
      সাথে থাকার জন্য ধন্যবাদ।

  • Parvin
    Parvin January 13, 2024 at 7:36 PM

    বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বাংলা শিখনের সাজেশন দিলে উপকৃত হবো

  • Symphony z25
    Symphony z25 November 25, 2024 at 4:00 PM

    This comment has been removed by the author.

  • Symphony z25
    Symphony z25 November 25, 2024 at 4:05 PM

    ২৪ শিক্ষাবর্ষের জন্য ও সাজেশন দিয়েন

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url