শাড়ি ব্লাউজের ৫টি সেরা কম্বিনেশন - শাড়ি ব্লাউজ ফ্যাশনে অসাধারণ ৫টি কম্বিনেশন
শাড়ি হল উপমহাদেশের নারীদের জন্য বহু পুরাতন ফ্যাশনেবল পোশাক। আর এই শাড়ি পড়ার সময় প্রতিটি নারীর জন্য একটি ম্যাচিং ব্লাউজ ফ্যাশনে অপরিহার্য। এই ব্লাউজের বৈচিত্রময় নকশা, কাট এবং কাপড়ের শাড়ির এবং শাড়ি পরিহিত নারীর সৌন্দর্য বৃদ্ধি করে। এর পাশাপাশি ব্যক্তিগত শৈলীও প্রকাশ করে। একটি ক্লাসিক এবং উৎকৃষ্ট চেহারা থেকে একটি ট্রেন্ডি এবং চটকদার চেহারা পর্যন্ত সকলের জন্যই শাড়ি একটি উপযুক্ত ফ্যাশন। শাড়ির ফ্যাশন বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানে বৈচিত্র্যময় সৌন্দর্য এবং আভিজাত্য এনে দেয়।
শাড়ি স্টাইলের বাইরে নয় এবং পরিস্থিতি অনুসারে বিভিন্ন ধরনের ব্লাউজ বিভিন্ন শাড়ির সাথে ম্যাচিং করে পরা যেতে পারে। আজকের আলোচনায় আমরা বিভিন্ন ধরনের ফ্যাশনেবল ব্লাউজের কালার এবং ডিজাইন সম্পর্কে জানার চেষ্টা করবো।
সাধারন গাঢ় রঙ
একজন ভালো ডিজাইনার দ্বারা তৈরি ভালো ফিটিং এর পোশাক আপনার ফ্যাশনে নতুনত্ব যোগ করতে পারে। বিশেষ করে শাড়ি জাতীয় পোশাকের জন্য ম্যাচিং খুবই জরুরী। বহুমুখী রং এবং ডিজাইনের বিভিন্ন ধরনের ম্যাচিং বিদ্যমান। কালো সাদা এবং গোল্ডেন কালারের ব্লাউজ গুলো প্রায় সব ধরনের শাড়ির সাথে মানানসই হয়। তাই এই সলিড কালারের বিভিন্ন ধরনের ডিজাইনের ব্লাউজ পার্টির সাথে পড়লে সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পায় এবং আকর্ষণীয় দেখায়।
সলিড-রঙের টপগুলিও অবিশ্বাস্যভাবে ম্যাচিং হয়। আপনি কোনো আনুষ্ঠানিক ইভেন্টে যাচ্ছেন, কোনো সেলিব্রেশন বা কোনো ক্যাজুয়াল গেট-টুগেদার, এ জাতীয় ড্রেস অনায়াসে যেকোন অনুষ্ঠানের সাথে মানানসই হয়। সলিড কালারের ব্লাউজ গুলো গয়না অথবা মেকআপ এর মত অন্যান্য সাঁজগুলোকে হাইলাইট করতে সক্ষম হয়।
পুঁতিসহ এমব্রয়ডারি করা গোল্ডেন বা সিলভার কালার
পুঁতিসহ এমব্রয়ডারি করা গোল্ডেন বা সিলভার কালার যেমন মার্জিত তেমনি সব জায়গায় মানিয়ে যায়। এগুলো আপনার নিজস্ব পছন্দ অনুসারে ভারী এমব্রয়ডারি বা সাধারণ পোশাকের সাথে কাস্টমাইজ করা যেতে পারে এবং সেগুলিকে দৃশ্যত আকর্ষণীয় করে তুলতে পারে। এগুলো ক্লাসিক সিল্ক এবং বেনারসি, সেইসাথে হালকা রঙের শিফন এবং জর্জেটের সাথে সুন্দরভাবে মানায়।
এমব্রয়ডারি করা ব্লাউজগুলো তাদের চকচকে রঙ, চকচকে এবং পুঁতিযুক্ত কাজের কারণে, এগুলো বিবাহ, উৎসব এবং সন্ধ্যার পার্টির জন্য উপযুক্ত। এই ধরনের ব্লাউজ একটি সাধারন শাড়িকে একটি রাজকীয় ভাবসহ একটি উৎসবের মার্জিত পোশাকে পরিণত করতে পারে।
কলারযুক্ত
কলারযুক্ত ব্লাউজ ১৯৯০ এর দশকের ফ্যাশন তাই এই ডিজাইনের সাথে আপনি ১৯৯০ দশকের আকর্ষণ গ্রহণ করতে পারেন এবং সেই সময় ফিরে যেতে পারেন। সেই সময়ের অভিজাত এই ফ্যাশন এর পোশাক বিভিন্ন অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক উভয় অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে পারে। মার্জিত কিন্তু সহজলভ্য দেখতে এই ব্লাউজটি সুতি ও শিফন শাড়ির সাথে এর জুড়ে নেই।.
স্লিভলেস অথবা নেটস্লিভ
স্লিভলেস অথবা নেটস্লিভ হাতার ডিজাইনের ব্লাউজ ১৯৯০ এর দশকের আইকনিক নান্দনিকতা ফিরিয়ে আনার জন্য উপযুক্ত। তৎকালীন বলিউডের সেলিব্রিটিরা প্রায়শই এই ডিজাইনের কম্বিনেশন পরতেন যা তাদেরকে আরো বেশি আকর্ষণীয় ও আবেদনময়ী করে তুলতো। এই ডিজাইনের ব্লাউজগুলো হালকা শিফন বা জর্জেট শাড়ির সাথে দুর্দান্ত কম্বিনেশন।
ব্যাকলেস
একটি সাধারণ শাড়ির সাথে একটি বেকলেস ব্লাউজ আপনার সন্ধ্যার অনুষ্ঠান এবং ককটেল পার্টির জন্য একটি আদর্শ কম্বিনেশন হতে পারে। এই কম্বিনেশন আপনার সমাজকে আরো বেশি আকর্ষণীয় করে সকলের নজর কাড়তে সক্ষম। শিফন বা জর্জেটের মতো হালকা কাপড় এবং সাটিন বা সিকুইনের মতো আরও জমকালো শাড়ির সাথে বেকলেস ব্লাউজ ভালো জুটি বাধে।
এছাড়াও একটি ব্যাকলেস টপ নেকলেস বা কানের দুলের মতো অন্যান্য অলংকারগুলোর দিকেও দৃষ্টি আকর্ষণ করে এবং যা আপনার সাঁজের কনফিডেন্স বাড়ায়।ব্যাকলেস ব্লাউজ এর সাথে শাড়ি আপনার ফ্যাশনে একটি অপরিহার্য সংযোজন যা কমনীয়তা এবং সৌন্দর্যের নিখুঁত সমন্বয় ঘটায়।
T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url