সহজ পদ্ধতিতে শিখুন ইংরেজী গ্রামার - Changing Sentences (Part-01)

আমাদের দেশের অনেক শিক্ষার্থীর মাঝেই ইংরেজি ভাষা নিয়ে ভয় কাজ করে, বিশেষ করে গ্রামারের প্রতি। এই ভয়ই তাদের ইংরেজিতে দক্ষতা অর্জনের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই এই ভয় ও দুর্বলতা দূর করতে আমরা আজকের আলোচনায় ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ Changing Sentences-কে সহজ ও বোধগম্য ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। নিচে এর নিয়মগুলো সহজভাবে উপস্থাপন করা হলো, যাতে শিক্ষার্থীরা সহজে বুঝতে ও প্রয়োগ করতে পারে।

সহজ পদ্ধতিতে শিখুন ইংরেজী গ্রামার - Changing Sentences (Part-01)

Affirmative to Negative

1. Sentense-এ only/alone থাকলে negative করার সময় only-এর পরিবর্তে ব্যাক্তির ক্ষেত্রে none but, বস্তুর ক্ষেত্রে nothing but এবং বয়স/সংখ্যার ক্ষেত্রে not more than/not less than বসে। তবে alone-এর পরিবর্তে বাক্যের শুরুতে সর্বদা None but বসে।

    • Affirmative: Only he can do the sum.
    • Negative: None but he can do the sum.
    • Affirmative: My uncle was only fifty.
    • Negative: My uncle was not more than fifty.
    • Affirmative: Allah can alone save us from danger.
    • Negative: None but Allah can save us from danger.

2. Sentense-এ must থাকলে negative করার সময় must-এর পরিবর্তে cannot but/cannot help বসে। তবে cannot help-এর পরের verb-এর সাথে ing যুক্ত হয়।

    • Affirmative: They must obey the rules.
    • Negative: They cannot but obey the rules. Or, They cannot help obeying the rules.

3. Sentense-এ Every থাকলে negative করার সময় every-এর পরিবর্তে There is no বসে এবং তার পরে every-এর পরের noun + but + sentence-এর বাকি অংশ বসে।

    • Affirmative: Every mother loves her child.
    • Negative: There is no mother but loves her child.

4. Sentense-এ As soon as থাকলে negative করার সময় as soon as-এর পরিবর্তে No sooner had বসে এবং তার পরে subject + মূল verb-এর past participle form + sentence-এর ১ম clause-এর বাকি অংশ + than + ২য় clause বসে।

    • Affirmative: As soon as the thief saw the police, he ran away.
    • Negative: No sooner had the thief seen the police than he ran away.

5. Superlative Degree যুক্ত sentense-কে negative করার সময় sentence structure হয় নিম্নরূপঃ

No other + superlative-এর পরের অংশ + verb + so/as + superlative degree-এর positive form + as + প্রদত্ত sentence-এর subject

    • Affirmative: Rohan is the best boy in the village
    • Negative: No other boy in the village is as good as Rohan.

6. Sentense-এ always থাকলে negative করার সময় always-এর পরিবর্তে never বসে। affirmative শব্দটির antonym বসে।

    • Affirmative: He always likes gardening.
    • Negative: He never dislike gardening.

7. Too …… to যুক্ত Affirmative sentence-কে Negative করার সময় এর পরিবর্তে so ……… that ব্যবহার করতে হয়। এক্ষেত্রে Too-এর পরিবর্তে so, to-এর পরিবর্তে that বসে এবং that-এর পর Tense অনুযায়ী Subject + cannot/could not বসে।

    • Affirmative: He is too weak to walk.
    • Negative: He is so weak that he cannot walk.

8. Both ………. and যুক্ত Affirmative Sentence-কে Negative করতে হলে both-এর পরিবর্তে not only এবং and-এর পরিবর্তে but also বসাতে হয়।

    • Affirmative: Books give us both knowledge and pleasure.
    • Negative: Books give us not only knowledge but also pleasure.

9. Affirmative Sentence-এর মধ্যকার Key Word-এর Antonym বসিয়ে Negative করতে হয়। সেক্ষেত্রে Sentence-এ Auxiliary Verb থাকলে তার পরে not বসে, আর Auxiliary Verb না থাকলে Tense ও Person অনুযায়ী Subject-এর পরে do not/does not/did not বসে এবং  Key Word-এর Antonym বসে।

    • Affirmative: Rimon is honest.
    • Negative: Rimon is not dishonest.

Assertive to Interrogative

10. Assertive sentence-টি affirmative হলে Interrogative-এ রুপান্তর করার সময় প্রথমে auxiliary verb বসে এবং তার পরে n’t + Subject + sentence-এর বাকি অংশ + ? বসে।

    • Assertive: Hasib is working hard.
    • Interrogative: Isn’t Hasib working hard?

11. Assertive sentence-টি negative হলে Interrogative-এ রুপান্তর করার সময় প্রথমে auxiliary verb বসে এবং তার পরে Subject + sentence-এর বাকি অংশ + ? বসে।

    • Assertive: The boy doesn’t play football.
    • Interrogative: Does the boy play football?

12. Assertive sentence-এ never/nothing থাকলে Interrogative-এ রুপান্তর করার সময় never-এর পরিবর্তে ever এবং nothing-এর পরিবর্তে anything বসে।

    • Assertive: They never went to Dhaka.
    • Interrogative: Do they ever go to Dhaka?
    • Assertive: I know nothing about it.
    • Interrogative: Do I know anything about it?

13. Assertive sentence-এ everybody/ everyone/all থাকলে Interrogative-এ রুপান্তর করার সময় এর পরিবর্তে who + don’t/doesn’t/didn’t বসে এবং মূল verb-এর present form হয়।

    • Assertive: Everybody loves his mother.
    • Interrogative: Who doesn’t love his mother?
    • Assertive: Everyone joined the party.
    • Interrogative: Who didn’t join the party?

14. Assertive sentence-এ nobody/ no one/ none থাকলে Interrogative-এ রুপান্তর করার সময় এর পরিবর্তে who বসে।

    • Assertive: Nobody loves a liar.
    • Interrogative: Who loves a liar?
    • Assertive: None can be successful without hard work.
    • Interrogative: Who can be successful without hard work?

Assertive to Exclamatory

15. Assertive sentence-এ adjective-এর পূর্বে a/an থাকলে Exclamatory sentence-এ রুপান্তর করার সময় What a/an + adjective + subject + verb + বাকি অংশ বসে এবং sentence-এর শেষে note of exclamation (!) বসে।

    • Assertive: It is a good news.
    • Exclamatory: What a good news it is!

16. Assertive sentence-এ adjective-এর পূর্বে a/an না থাকলে Exclamatory sentence-এ রুপান্তর করার সময় How + adjective + subject + verb + বাকি অংশ বসে এবং sentence-এর শেষে note of exclamation (!) বসে।

    • Assertive: The girl is very beautiful.
    • Exclamatory: How beautiful the girl is!

17. Assertive sentence-এ subject + wish + ……. + were থাকলে Exclamatory sentence-এ রুপান্তর করার সময় subject+wish-এর পরিবর্তে If বসে + বাকি অংশ বসে এবং sentence-এর শেষে note of exclamation (!) বসে।

    • Assertive: I wish I were a king.
    • Exclamatory: If I were a king!

18. Assertive sentence-এ subject + wish + ……. + had থাকলে Exclamatory sentence-এ রুপান্তর করার সময় subject+wish উঠে গিয়ে had শুরুতে বসে + বাকি অংশ বসে এবং sentence-এর শেষে note of exclamation (!) বসে।

    • Assertive: I wish I had been a magician.
    • Exclamatory: Had I been a magician!

19. Assertive sentence-এ subject + wish + ……. + could থাকলে Exclamatory sentence-এ রুপান্তর করার সময় subject+wish-এর পরিবর্তে would that/If বসে + বাকি অংশ বসে এবং sentence-এর শেষে note of exclamation (!) বসে।

    • Assertive: I wish I could be a child again.
    • Exclamatory: Would that I could be a child again!

Exclamatory to Assertive

20. What/How যুক্ত exclamatory sentence-কে assertive করার সময় প্রথমে subject বসে এবং তার পরে verb + a/an (প্রদত্ত sentence-এ থাকলে) + very/great + বাকি অংশ বসে।

    • Exclamatory: How fine the scenery is!
    • Assertive: The scenery is very fine.

21. If দ্বারা exclamatory sentence শুরু হলে assertive করার সময় If-এর পরিবর্তে subject + wish বসে এবং তার পরে sentence-এর বাকি অংশ বসে।

    • Exclamatory: If I were a bird!
    • Assertive: I wish I were a bird.

22. Had দ্বারা exclamatory sentence শুরু হলে assertive করার সময় Had-এর পরিবর্তে subject + wish বসে এবং তার পরে পুনরায় subject + had + sentence-এর বাকি অংশ বসে।

    • Exclamatory: Had I the wings of a bird!
    • Assertive: I wish I had the wings of a bird.

23. Would that দ্বারা exclamatory sentence শুরু হলে assertive করার সময় would that-এর পরিবর্তে subject + wish বসে এবং তার পরে sentence-এর বাকি অংশ বসে।

    • Exclamatory: Would that we could be champion!
    • Assertive: We wish we could be champion.

24. Hurrah যুক্ত exclamatory sentence-কে assertive করার সময় Hurrah-এর পরিবর্তে It is a matter of joy that বসে এবং তার পরে sentence-এর বাকি অংশ বসে।

    • Exclamatory: Hurrah! We have won the match.
    • Assertive: It is a matter of joy that we have won the match.

25. Alas যুক্ত exclamatory sentence-কে assertive করার সময় Alas-এর পরিবর্তে It is a matter of sorrow that বসে এবং তার পরে sentence-এর বাকি অংশ বসে।

    • Exclamatory: Alas! He is undone.
    • Assertive: It is a matter of joy that he is undone.

Assertive to Imperative

26. Assertive Sentence (Affirmative)-এর subject-টি 2rd Person হলে Imperative-এ রুপান্তর করার সময় প্রদত্ত sentence-এর মূল verb-এর present form শুরুতে বসে এবং তার পর প্রদত্ত verb-এর পরের অংশ বসে।

    • Assertive: You should do the work.
    • Imperative: Do the work.
    • Assertive: You speak the truth.
    • Imperative: Speak the truth.

27. Assertive Sentence (Negative)-এর subject-টি 2rd Person হলে Imperative-এ রুপান্তর করার সময় sentence-এর শুরুতে do not/don’t বসে এবং তার পর প্রদত্ত sentence-এর মূল verb-এর present form + verb-এর পরের অংশ বসে।

    • Assertive: You do not run in the sun.
    • Imperative: Do not run in the sun.
    • Assertive: You should not go out.
    • Imperative: Do not go out.

28. Never যুক্ত Assertive Sentence-এর subject-টি 2rd Person হলে Imperative-এ রুপান্তর করার সময় sentence-এর শুরুতে never বসে এবং তার পর প্রদত্ত sentence-এর মূল verb-এর present form + verb-এর পরের অংশ বসে।

    • Assertive: You should never tell a lie.
    • Imperative: Never tell a lie.

29. Assertive Sentence (Affirmative)-এর subject-টি 1st & 3rd Person হলে Imperative-এ রুপান্তর করার সময় sentence-এর শুরুতে Let বসে এবং তার পর প্রদত্ত sentence-এর subject-টির objective form + মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।

    • Assertive: He plays cricket.
    • Imperative: Let him play cricket.

30. Assertive Sentence (Negative)-এর subject-টি 1st & 3rd Person হলে Imperative-এ রুপান্তর করার সময় sentence-এর শুরুতে Let বসে এবং তার পর প্রদত্ত sentence-এর subject-টির objective form + not + মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।

    • Assertive: We do not hate the poor.
    • Imperative: Let us not hate the poor.
    • Assertive: Jasim does not tell a lie.
    • Imperative: Let not Jasim tell a lie. 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url