সহজ পদ্ধতিতে শিখুন ইংরেজী গ্রামার - Changing Sentences (Part-02)
আমাদের দেশের অনেক শিক্ষার্থীর মাঝেই ইংরেজি ভাষা নিয়ে ভয় কাজ করে, বিশেষ করে গ্রামারের প্রতি। এই ভয়ই তাদের ইংরেজিতে দক্ষতা অর্জনের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই এই ভয় ও দুর্বলতা দূর করতে আমরা আজকের আলোচনায় ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ Changing Sentences-কে সহজ ও বোধগম্য ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। নিচে এর নিয়মগুলো সহজভাবে উপস্থাপন করা হলো, যাতে শিক্ষার্থীরা সহজে বুঝতে ও প্রয়োগ করতে পারে।
Complex to Simple
1. Since/As/When যুক্ত Complex Sentence-এর দুটি Clause-এর Subject এক হলে এবং দুটি Clause-এ মূল verb থাকলে Simple Sentence-এ রূপান্তর করার সময় Since/As/When যুক্ত clause-এর Verb-এর Present form-এর সাথে ing যোগ করতে হয় + উক্ত Verb-এর পরের অংশ + comma (,) বসে + দ্বিতীয় Clause-এর Subject-এর পরিবর্তে প্রথম clause-এর Subject + দ্বিতীয় clause-এর বাকি অংশ বসে।
- Complex: Since the old man killed the bird, he brought bad luck to the crew.Simple: Killing the bird, the old man brought bad luck to the crew.
- Complex: When the thief saw the police, he ran away.Simple: Seeing the police, the thief ran away.
2. Since/As/When যুক্ত Complex Sentence-এর দুটি Clause-এর Subject ভিন্ন হলে এবং Since/As/When যুক্ত Clause-টিতে am/is/are/was/were/have/has/had থাকলে Simple Sentence-এ রূপান্তর করার সময় Since/As/When যুক্ত Clause-এর Since/As/When উঠে যায় এবং am/is/are/was/were-এর পরিবর্তে being বসে বা have/has/had-এর পরিবর্তে having বসে।
- Complex: Since the weather was very cold, we could not go out.Simple: The weather being very cold, we could not go out.
- Complex: When the meeting had finished, they started for home.Simple: The meeting having finished, they started for home.
3. Since/As যুক্ত Complex Sentence-এর Clause দুটির Subject এক হলে এবং Since/As যুক্ত Clause-টিতে শুধুমাত্র Auxiliary verb (am/is/are/was/were/has/have/had) থাকলে Simple Sentence-এ রূপান্তর করার সময় Since/As-এর পরিবর্তে Because of বসে এবং উক্ত Clause-এর Subject-এর Possessive form বসে + am/is/are/was/were-এর পরিবর্তে being বসে বা have/has/had-এর পরিবর্তে having বসে + উক্ত Clause-এর বাকি অংশ + comma (,) বসে + অপর Clause-টি বসে।
- Complex: Since he was young, he could not work properly.Simple: Because of his being young, he could not work properly.
- Complex: Mahima loved Sadia as she had integrity.Simple: Mahima loved Sadia because of her having integrity.
4. When দ্বারা সময় নির্দেশক Complex Sentence-কে Simple Sentence-এ রূপান্তর করার সময় When এবং When-এর পরবর্তী Subject ও Verb উঠে যায় + at/in/at the age of বসে + Sentence-এর বাকি অংশ বসে। উল্লেখ্য যে, স্বল্প সময় বুঝালে তার পূর্বে at/in বসে, ঋতুর পূর্বে in বসে, বয়সের পূর্বে at the age of বসে।
- Complex: When it was daylight, I was half awakened by the sound of chopping.Simple: At daylight I was half awakened by the sound of chopping.
- Complex: When it is spring, the cuckoo sings.Simple: In spring the cuckoo sings.
- Complex: When he was four, he left this village.Simple: At the age of four, he left this village.
5. তবে When দ্বারা কোনো সময় না বুঝিয়ে কোনো কাজ চলা বুঝালে তখন At the time of + when যুক্ত অংশের -ing যুক্ত Verb + বাকী Clause-টি বসে। উল্লেখ্য যে, When যুক্ত অংশে কোনো Personal subject-এর উল্লেখ থাকলে উক্ত Subject-এর Possessive রূপ বসে।
- Complex: When it was raining, he woke up.Simple: At the time of raining, he woke up.
- Complex: When they were playing, it began to rain.Simple: At the time of their playing, it began to rain.
6. Relative Pronoun (who, which, that) যুক্ত Complex Sentence-কে Simple Sentence করতে হলে প্রদত্ত Sentence-টির প্রথম থেকে Relative Pronoun (who, which, that)-এর পূর্ব পর্যন্ত বসে + Relative Pronoun-টি উঠে যায় + Relative Pronoun-টির পরে Auxiliary verb থাকলে তা উঠে যায় + পরবর্তী মূল Verb-এর Present form-এর সাথে ing যোগ করতে হয় + বাকি অংশ বসে।
- Complex: We lived in a cottage that belonged to our uncle.Simple: We lived in a cottage belonging to our uncle.
- Complex: A solar pond that absorbs heat from the sun can cook our food.Simple: A solar pond absorbing heat from the sun can cook our food.
- Complex: Village women who are sitting on the walkways may enjoy gossiping.Simple: Village women sitting on the walkways may enjoy gossiping.
7. If দ্বারা গঠিত শর্তযুক্ত Complex Sentence-এর If যুক্ত clause-টি না-বোধক (Negative) হলে Simple Sentence-এ রূপান্তর করার সময় প্রথমে If থেকে not পর্যন্ত উঠে গিয়ে তার পরিবর্তে Without বসে + "If" যুক্ত Clause-এর মূল Verb-এর Present form-এর সাথে ing যুক্ত করতে হয় + Sentence-এর বাকি অংশ বসে।
- Complex: If you do not work hard, you will not prosper in life.Simple: Without working hard, you will not prosper in life.
- Complex: If you do not read attentively, you will not pass the examination.Simple: Without reading attentively, you will not pass the examination.
8. If দ্বারা গঠিত শর্তযুক্ত Complex Sentence-এর If যুক্ত clause-টি হ্যাঁ-বোধক (Affirmative) হলে Simple Sentence-এ রূপান্তর করার সময় প্রথমে If থেকে Verb-এর পূর্ব পর্যন্ত উঠে গিয়ে তার পরিবর্তে By বসে + "If" যুক্ত Clause-এর মূল Verb-এর Present form-এর সাথে ing যুক্ত করতে হয় + Sentence-এর বাকি অংশ বসে।
- Complex: If you work hard, you can succeed in life.Simple: By working hard, you can succeed in life.
9. So that/in order that/that যুক্ত Complex Sentence-কে Simple Sentence-এ রূপান্তর করতে হলে প্রদত্ত Sentence-এর so that থেকে Modal (may/might/can/could) পর্যন্ত তুলে দিয়ে তার পরিবর্তে to বসাতে হয়।
- Complex: He worked hard so that he could pass the exam.Simple: He worked hard to pass the exam.
- Complex: I read more so that I can make a better result.Simple: I read more to make a better result.
10. So ……... that যুক্ত Complex Sentence-কে Simple Sentence-এ রূপান্তর করতে হলে So-এর পরিবর্তে too বসে এবং that থেকে মূল Verb-এর পূর্ব পর্যন্ত তুলে দিয়ে তার পরিবর্তে to বসাতে হয়।
- Complex: He is so weak that he cannot walk.Simple: He is too weak to walk.
11. Though/ Although যুক্ত Complex Sentence-কে Simple Sentence-এ রূপান্তর করতে হলে Though/ Although-এর পরিবর্তে In spite of/ Despite বসে + উক্ত Clause-এর Subject-এর Possessive form বসে + উক্ত Clause-এর am/is/are/was/were-এর পরিবর্তে being বসে বা have/has/had-এর পরিবর্তে having বসে বা মূল Verb-এর সাথে ing যুক্ত হয় + উক্ত Clause-এর বাকি অংশ বসে + Comma (,) বসে + অপর Clause-টি বসে।
- Complex: Though he tried heart and soul, he could not pass the examination.Simple: In spite of his trying heart and soul, he could not pass the examination.
- Complex: Although the man has vast wealth, he wants more.Simple: In spite of having vast wealth, the man wants more.
12. It is certain, it is sure, it is sudden যুক্ত Complex Sentence-কে Simple Sentence-এ রূপান্তর করার সময় এদের পরিবর্তে Certainly, Surely এবং Suddenly বসে।
- Complex: It is certain that he will success.Simple: Certainly he will success.
- Complex: It is sure that he has done it.Simple: Surely he has done it.
13. Unless যুক্ত Complex Sentence-কে Simple Sentence-এ পরিবর্তন করার সময় প্রথমে Unless থেকে verb-এর পূর্ব পর্যন্ত উঠে গিয়ে তার পরিবর্তে Without বসে + "If" যুক্ত Clause-এর মূল Verb-এর Present form-এর সাথে ing যুক্ত করতে হয় + Sentence-এর বাকি অংশ বসে।
- Complex: Unless you study much, you won't pass.Simple: Without studying much, you won't pass.
- Complex: Unless you earn much, you cannot run your family well.Simple: Without earning much, you cannot run your family well.
More Rules
14. Relative Pronoun যুক্ত Complex Sentence-কে Simple Sentence-এ রূপান্তর করার নিয়ম নিম্নরুপঃ
(a) Subject + Relative Pronoun + Principal verb যুক্ত Complex Sentence-কে Simple Sentence করার নিয়মঃ প্রথমে প্রদত্ত Sentence-এর Subject-টি বসে + Relative Pronoun (who/which/that) উঠে যায় + মূল verb-এর সাথে ing যুক্ত হয় + প্রদত্ত Sentence-এর বাকি অংশ বসে।
- Complex: The tree that stands before the house has grown old.Simple: The tree standing before the house has grown old.
(b) Subject + Relative Pronoun + Auxiliary verb যুক্ত Complex Sentence-কে Simple Sentence করার নিয়মঃ প্রথমে Sentence-এর Subject-টি বসে + Relative pronoun-টি (who/which/that) উঠে যায় + Relative pronoun-টির পরের Auxiliary verb উঠে যায় + মূল verb-এর সাথে ing বসে + প্রদত্ত Sentence-এর বাকি অংশ বসে।
- Complex: The boy who is begging from door to door is an orphan.Simple: The boy begging from door to door is an orphan.
(c) Subject + Relative Pronoun + Past Participle যুক্ত Complex Sentence-কে Simple Sentence এ পরিণত করার নিয়মঃ প্রথমে subject বসে + Relative pronoun-টি (who/which/that) উঠে যায় + Relative pronoun-টির পরের Auxiliary verb উঠে যায় + Sentence বাকি অংশ বসে।
- Complex: The book which was published last year got good market.Simple: The book published last year got good market coverage.
- Complex: The car which has been imported from Japan is working well.Simple: The car imported from Japan is working well.
Note: Relative Pronoun + Past Participle অনেক সময় object এর পরে বসে। সেক্ষেত্রে নিয়মটি হবে- Relative pronoun-এর পূর্ব পর্যন্ত বসে + Relative pronoun ও Auxiliary verb উঠে যায় + বাকি অংশ বসে।
- Complex: I bought the car which was imported from Japan.Simple: I bought the car imported from Japan.
(d) Subject + Relative Pronoun + (who / which / that) + adjective যুক্ত Complex Sentence-কে Simple Sentence এ রূপান্তরের নিয়মঃ প্রথমে the-এর পরিবর্তে a/an বসে + Relative Pronoun-এর পরের adjective টি বসে + প্রদত্ত Subject-টি বসে + প্রদত্ত Sentence-এ adjective-এর পরের অংশ বসে।
- Complex: The boy who is industrious can shine in life.Simple: An industrious boy can shine in life.
Note: Relative Pronoun + adjective অনেক সময় object এর পরে বসে। সেক্ষেত্রে নিয়মটি হবে নিম্নরূপঃ প্রথমে subject বসে + verb বসে + article বসে + প্রদত্ত adjective-টি বসে + object বসে।
- Complex: I helped a woman who (relative pronoun) was (verb) helpless (adjective).Compound: I helped a helpless woman.
15. What যুক্ত Complex Sentence-কে Simple Sentence করার নিয়মঃ Subject বসে + verb বসে + what উঠে যায় + প্রদত্ত possessive-টি বসে + possessive-এর অব্যবহিত পরের noun-টি বসে।
- Complex: I know what her name is.Simple: I know her name.
- Complex: I know what his address is.Simple: I know his address.
T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url