ঘরোয়া উপায়ে আঁচিল দূর করতে যা করবেন
ত্বকের নানা সমস্যার মধ্যে আঁচিল একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর বিষয়। এটি মুখ, হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে দেখা দিতে পারে। যদিও আঁচিল সাধারণত ক্ষতিকর নয়, তবুও এটি ত্বকের সৌন্দর্য নষ্ট করে এবং কিছু ক্ষেত্রে বিপদের কারণও হতে পারে, কারণ এতে ক্যানসারের ভাইরাস লুকিয়ে থাকতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
অনেকে আঁচিল দূর করতে বিভিন্ন ওষুধ ব্যবহার করে থাকেন, তবে কিছু কার্যকর ঘরোয়া পদ্ধতির মাধ্যমেও আঁচিল দূর করা সম্ভব। চলুন জেনে নিই সেই উপায়গুলো—
অ্যাপল সিডার ভিনেগার
এক টুকরো তুলো অ্যাপল সিডার ভিনেগারে ভিজিয়ে আঁচিলের ওপর সারা রাত রাখুন। টানা পাঁচ দিন এভাবে করলে ভালো ফল পাওয়া যাবে। অ্যাপল সিডার ভিনেগারে থাকা প্রাকৃতিক অ্যাসিড আঁচিলের কোষ নরম করে, ফলে এটি ধীরে ধীরে দূর হতে সাহায্য করে।
রসুন
রসুন ত্বকের জন্য বেশ উপকারী একটি মসলা। এতে থাকা অ্যালিসিন নামের উপাদানটি অ্যান্টি-মাইক্রোবিয়াল হিসেবে কাজ করে। রসুন চেঁচে সরাসরি আঁচিলের ওপর লাগালে এটি দ্রুত উপশমে সাহায্য করে।
পেঁয়াজের রস
পেঁয়াজের রসে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে, যা ব্যাকটেরিয়া ধ্বংস করে সংক্রমণের আশঙ্কা কমায়। পাশাপাশি, এটি আঁচিল দূর করতেও কার্যকর ভূমিকা রাখে। পেঁয়াজ ব্লেন্ড করে রস বের করে তুলোর সাহায্যে আঁচিলের ওপর লাগান। নিয়মিত ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।
কাঁচা গোল আলু
কাঁচা আলু আঁচিল দূর করার একটি কার্যকর প্রাকৃতিক উপায়। একটি তাজা আলু গোল করে কেটে নিন এবং দিনে কয়েকবার সেই টুকরোগুলো আঁচিলের ওপর ঘষুন। নিয়মিত করলে আঁচিল ধীরে ধীরে মিলিয়ে যাবে।
অ্যালোভেরা
ত্বকের যত্ন ও চিকিৎসায় অ্যালোভেরা একটি বহুমুখী উপাদান হিসেবে ব্যবহৃত হয়। আঁচিল দূর করতেও এটি বেশ কার্যকর। অ্যালোভেরার পাতা কেটে ভেতরের জেল বের করে নিন এবং তা সরাসরি আঁচিলের ওপর লাগান। টানা কয়েক দিন ব্যবহার করলে আঁচিল স্বাভাবিকভাবেই ঝরে যাবে।
সূত্রঃ RTV News
T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url