ঘরের জন্য সেরা বেড নির্বাচনের উপায়

ঘর সাজানোর ক্ষেত্রে ফার্নিচার বেড বা বিছানা সবচেয়ে গুরুত্বপূর্ণ আসবাবপত্রের মধ্যে অন্যতম  একটি। আমরা আমাদের জীবনের প্রায় এক তৃতীয়াংশ সময় বিছানায় শুয়ে অথবা বসে পার করি। তাই একটি আরামদায়ক এবং উপযুক্ত বিছানা নির্বাচন করা অত্যন্ত জরুরি। আজকের আমরা বিভিন্ন ধরনের ফার্নিচার বেড সম্পর্কে সঠিক তথ্য জেনে নিতে পারবেন। আশা করি এই লেখা পড়ে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক বিছানাটি বেছে নিতে পারবেন।

ফার্নিচার বেড কেন গুরুত্বপূর্ণ?

ভালো মানের ঘুম আমাদের শরীর ও মনের সুস্থতার জন্য অপরিহার্য। আর ভালো ঘুমের জন্য প্রয়োজন একটি উপযুক্ত বিছানা। শুধু ঘুমানোর জন্যই নয়, বিছানা ঘরের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক ডিজাইন ও রঙের খাট আপনার বেডরুমকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

ঘরের জন্য সেরা বেড নির্বাচনের উপায়

বাংলাদেশের বাজারে বর্তমানে বিভিন্ন ধরনের ফার্নিচার বেড পাওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ডের ফার্নিচার বেড ও কাস্টমাইড ফার্নিচার বেড অনলাইন ই-কমার্স মার্কেটপ্লেস বিডিস্টল থেকে কিনতে পারবেন। চলুন এখান থেকে সিঙ্গেল বেড, ডাবল বেড, ব্যাঙ্ক বেড, ফোল্ডেবল বেড এবং এয়ার বেড বিছানা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সিঙ্গেল বেড

সিঙ্গেল বেড বা একক বিছানা মূলত একজন মানুষের জন্য তৈরি করা হয়ে থাকে। এই ধরনের খাট সাধারণত ৩ ফুট চওড়া এবং ৬ ফুট লম্বা হয়ে থাকে। শিশু, কিশোর বা একক মানুষের জন্য সিঙ্গেল বেড ব্যবহার হয়ে থাকে।

সিঙ্গেল বেডের সবচেয়ে বড় সুবিধা হলো এটি কম জায়গা নেয়। ছোট রুম, হোস্টেল, মেস বা গেস্ট রুমের জন্য এটি পারফেক্ট। একই রুমের মধ্যে দু’জন মানুষ আলাদা বিছানা ব্যবহার করতে চাইলে দুটি সিঙ্গেল বেড কিনলে রুমে ভালো জায়গা থাকবে।

সিঙ্গেল বেড কেনার সময় দেখে নিবেন খাটের ফ্রেম মজবুত কিনা, এবং খাটের উচ্চতা কেমন। অনেকে নিচে স্টোরেজ সুবিধা থাকা সিঙ্গেল বেড পছন্দ করেন যেখানে কাপড়চোপড়, বই বা অন্যান্য জিনিস রাখা যায়।

ডাবল বেড

ডাবল বেড বা দুজনের জন্য বিছানা বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয়। বিবাহিত দম্পতি বা বড় পরিবারের জন্য ডাবল বেড প্রথম পছন্দের হয়ে থাকে। এই ধরনের খাট সাধারণত ৫ ফুট থেকে ৬ ফুট চওড়া এবং ৭ ফুট থেকে ৭.৫ ফুট পর্যন্ত লম্বা হয়।

আধুনিক ডাবল বেডে অনেক সুবিধা যুক্ত থাকে। বক্স বেড বা স্টোরেজ বেড খুবই জনপ্রিয় যেখানে খাটের নিচে ড্রয়ারের জন্য জায়গা থাকে জিনিসপত্র রাখার জন্য। ডাবল বেড এর মধ্যে  হেডবোর্ড ডিজাইন কিংবা প্যাডেড হেডবোর্ড ডিজাইনের বেড পছন্দ করেন, আবার কেউ সাধারণ কাঠের ডিজাইন পছন্দ করেন।

ব্যাঙ্ক বেড

ব্যাঙ্ক বেড বা দোতলা বিছানা হলো একটি দুই স্তরের খাট যেখানে একটি বিছানার উপরে আরেকটি বিছানা থাকে। এটি মূলত শিশুদের রুম, হোস্টেল, কর্মচারী ব্যারাক বা ছোট ফ্ল্যাটের জন্য উপযুক্ত যেখানে জায়গা সীমিত থাকে। ব্যাঙ্ক বেডের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ঘরের ভিতরে অনেক জায়গা বাঁচায়। একটি রুমে দুটি আলাদা বিছানা রাখার পরিবর্তে একটি ব্যাঙ্ক বেড রাখলে অনেক খালি জায়গা থেকে যাবে যেখানে পড়ার টেবিল, আলমারি বা খেলার জায়গা তৈরি করা যায়।

ব্যাঙ্ক বেড কেনার সময় নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতে হবে। উপরের বিছানায় অবশ্যই রেলিং বা গার্ড থাকতে হবে যাতে ঘুমের সময় কেউ পড়ে না যায়। সিঁড়ি মজবুত এবং চলাচল  করতে সহজ হতে হবে। ওজন ধারণ ক্ষমতাও যাচাই করে ভালো মানের ব্যাঙ্ক বেড নির্বাচন করতে হবে। 

ফোল্ডেবল বেড

ফোল্ডেবল বেড বা ভাঁজযোগ্য বিছানা বর্তমান সময়ের জনপ্রিয় ও আকর্ষনীয় বেড এটি। এই ধরনের খাট ব্যবহার না হলে ভাঁজ করে ছোট করে রাখা যায়, ফলে রুমে অনেক জায়গা খালি থাকে। আবার প্রয়োজন হলে ভাঁজ খুলে বেড বানিয়ে নেওয়া যায় সহজেই। 

ফোল্ডেবল বেড মূলত তিন ধরনের হয়। প্রথমত, সাধারণ ফোল্ডিং বেড যা মাঝখান থেকে ভাঁজ করা যায় এবং দেয়ালে হেলান দিয়ে রাখা যায়। দ্বিতীয়ত, মার্ফি বেড বা ওয়াল বেড যা দেয়ালের সাথে লাগানো থাকে এবং প্রয়োজনের সময় টেনে নামিয়ে ব্যবহার করা যায়। তৃতীয়ত, সোফা কাম বেড যা দিনে সোফা এবং রাতে বিছানা হিসেবে ব্যবহার করা যায়।

ফোল্ডেবল বেড ছোট ফ্ল্যাট, ওয়ান-রুম অ্যাপার্টমেন্ট বা স্টুডিও ফ্ল্যাটের জন্য পারফেক্ট সমাধান। বাচ্চারা যখন স্কুলে থাকে বা আপনি যখন অফিসে থাকেন, তখন বিছানা ভাঁজ করে রাখলে রুম অনেক বড়/ফাঁকা দেখায়। কেনার সময় খেয়াল রাখবেন ভাঁজ করা এবং খোলা সহজ কিনা, ফ্রেম মজবুত কিনা এবং সাথে ভালো মানের ম্যাট্রেস আছে কিনা। অনেক ফোল্ডেবল বেডের সাথে চাকা লাগানো থাকে যার ফলে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়।

এয়ার বেড

এয়ার বেড বা ইনফ্লেটেবল ম্যাট্রেস হলো একটি বাতাস ভর্তি করা বিছানা যা ব্যবহার না করার সময় বাতাস ছেড়ে ছোট করে গুটিয়ে রাখা যায়। বর্তমান সময়ের সবচেয়ে সুবিধাজনক এবং পোর্টেবল বিছানার সমাধান হচ্ছে এয়ার বেড। এয়ার বেড বিভিন্ন সাইজে পাওয়া যায়। সিঙ্গেল সাইজ এয়ার বেড, ডাবল সাইজ এয়ার বেড এবং কুইন সাইজ এয়ার বেড। এগুলো সাধারণত টেকসই PVC বা রাবার উপাদান দিয়ে তৈরি হয়। ভালো মানের এয়ার বেড এর কয়েকটি এয়ার চেম্বার থাকে যাতে একটি চেম্বার পাংচার হলেও পুরো বিছানা নষ্ট না হয়।

যখন বাসায় অতিথি আসে তখন ফুলিয়ে ব্যবহার করা যায় আবার চলে গেলে বাতাস ছেড়ে আলমারিতে গুছিয়ে রাখা যায়। ক্যাম্পিং, পিকনিক বা ভ্রমণের সময়ও এয়ার বেড সাথে নেওয়া যায়। হাসপাতালে রোগীর সাথে থাকার জন্য এটি ব্যবহার করা যায়।

কোন ফার্নিচার বেড আপনার জন্য সঠিক?

এতক্ষণ আমরা পাঁচ ধরনের ফার্নিচার বেড সম্পর্কে জানলাম - সিঙ্গেল বেড, ডাবল বেড, ব্যাঙ্ক বেড, ফোল্ডেবল বেড এবং এয়ার বেড। এখন প্রশ্ন হলো আপনার জন্য কোনটি সবচেয়ে উপযুক্ত? উপরোক্ত বিষয় বিবেচনায় নিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী কাংক্ষিত মানের বেড নির্বাচন করুন। একটি ভাল মানের বিছানা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং টেকশই হবে।    

ফার্নিচার বেড কেনার সময় যা মাথায় রাখবেন

যেকোনো ধরনের ফার্নিচার বেড কেনার আগে কিছু বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে। অন্যথায় বেড কিনতে গেলে ঝামেলায় পরতে হতে পারে। যে সকল বিষয় আগে থেকে জেনে নিলে কাংক্ষিত বেড কিনতে সাহায্য করবে তা নিম্নে দেওয়া হ’লঃ- 

  • রুমের মাপঃ প্রথমেই আপনার রুমের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মেপে নিন। এরপর সেই মতো বিছানার সাইজ নির্ধারণ করুন। রুমে আরও কি কি ফার্নিচার রাখবেন সেটাও ভাবুন।
  • বাজেট নির্ধারণঃ আপনি কত টাকা খরচ করতে রাজি সেটা আগে ঠিক করুন। মনে রাখবেন, বিছানা একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। একটু বেশি খরচ করে ভালো মানের খাট কিনলে সেটি বছরের পর বছর টিকবে।
  • উপকরণের মানঃ কাঠের খাট হলে কোন ধরনের কাঠ - সেগুন, মেহগনি, রেইনট্রি নাকি সাধারণ কাঠ। লোহার খাট হলে পাইপের পুরুত্ব এবং পাউডার কোটিং এর মান দেখুন।
  • ব্র্যান্ড ও গ্যারান্টিঃ হাতিল, নাভানা, আখতার ফার্নিচারের মতো নামকরা ব্র্যান্ড গ্যারান্টি এবং আফটার সেলস সার্ভিস দেয়। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়।
  • আরাম পরীক্ষাঃ সম্ভব হলে শোরুমে গিয়ে বিছানায় শুয়ে দেখুন আরামদায়ক কিনা। খাটের উচ্চতা আপনার জন্য উপযুক্ত কিনা দেখুন।


ফার্নিচার বেড আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। সঠিক বিছানা নির্বাচন করলে শুধু আরামদায়ক ঘুম নয়, ঘরের সৌন্দর্যও বৃদ্ধি পায়। সিঙ্গেল বেড, ডাবল বেড, ব্যাঙ্ক বেড, ফোল্ডেবল বেড এবং এয়ার বেড প্রতিটি ধরনের নিজস্ব সুবিধা রয়েছে। আপনার রুমের সাইজ, পরিবারের সদস্য সংখ্যা, বাজেট এবং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সঠিক বিছানাটি বেছে নিন। মনে রাখবেন, ভালো ঘুম মানেই সুস্থ জীবন। তাই বিছানা নির্বাচনে কখনো আপোষ করবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url